সমাজের নিন্ম আয়ের মানুষের জন্য শীতকাল কষ্টের। ছিন্নমূল মানুষের জন্য আরো কষ্টের। তীব্র শীতে অসহায় দরিদ্র্য মানুষের কষ্টের সীমা থাকে না। এসব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ১৯৮৭ সালে এসএসসি পাশ করা সহপাঠীদের নিয়ে গঠিত বন্ধু সংগঠন কুমিল্লা ‘৮৭’। বৃহস্পতিবার গভীর রাতে কুমিল্লা শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রায় পাঁচ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র দেয়া হয়। কুমিল্লা ‘৮৭’র বন্ধু শামসুদ্দিন দিদার, আব্দুস সাত্তার, সৈয়দ ফারুক ও টিপু সুলতানের তত্ত্বাবধানে এসব কম্বল বিতরণ করা হয়। রাত ৩টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত শহরের বিভিন্ন সড়ক, পার্ক, বাস টার্মিনালে এবং কুমিল্লা রেলওয়ে ষ্টেশনে ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করেন তারা। শীতবস্ত্র হাতে পেয়ে খুশি বিভিন্ন বয়সের অসহায় মানুষ। এসময় আয়োজকরা জানান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি সমর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব। মানুষ মানুষের জন্য। এসব দরিদ্র অসহায় মানুষেরা আমাদের দেশ ও সমাজের অংশ। বরাবরের মতই আমাদের সামর্থ্য অনুযায়ী এসব মানুষের পাশে দাঁড়িয়েছি। আগামীতেও তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরীব ও অসহায়, বিশেষ করে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো।