শনিবার ১ ফেব্রুয়ারি ২০২৫
১৯ মাঘ ১৪৩১
দেশকে নিয়ে ষড়যন্ত্র ঐক্যের মাধ্যমে প্রতিহত করা হবে - ডা.তাহের মো: এমদাদ উল্যাহ
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ১:০৮ এএম আপডেট: ০১.০২.২০২৫ ১:৫৫ এএম |

 দেশকে নিয়ে ষড়যন্ত্র ঐক্যের  মাধ্যমে প্রতিহত  করা হবে - ডা.তাহের মো: এমদাদ উল্যাহ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ৫ আগস্টে শুধু স্বৈরাচার সরকারের পতন নয়, আধিপত্যবাদী এবং ইসলাম বিদ্বেষী ভারতেরও পরাজয়। ভারতের প্রভুত্বের রাজনীতি বাংলাদেশের আর চলতে দিবে না জনগণ। বাংলাদেশে গণতন্ত্র থাক এ প্রতিবেশী দেশ কখনও চায় না। এদেশের স্বাধীনতাকে নষ্ট করতে ষড়যন্ত্র করছে, সেটি প্রতিহত করতে হবে।
শুক্রবার বিকালে চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের পশ্চিম ডেকরা এলাকায় উপজেলা জামায়াত আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
ডা: তাহের আরো বলেন, দেশে লুটপাটের কারণেই দ্রব্যমূল্যের উর্ধ্বগতি। আগামী নির্বাচনে সৎ, যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হলে ৭০ টাকা চাল ৩০ টাকায় নেমে আসবে। লুটপাট, চাঁদাবাজদের জনগণ ভোট দিবে না।ফ্যাসিবাদী আ’লীগ বিগত ১৬ বছর তাদের শাসনামলে গোটা দেশকে একটি সন্ত্রাসী, দুর্নীতিবাজ, তাবেদার ও অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। দেশকে নিয়ে আজ গভীর ষড়যন্ত্র চলছে। সকল দলকে স্বাধীন সার্বভৌম প্রশ্নে এক কাতারে এসে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। স্বৈরাচারের সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করা হবে। 
তিনি আরও বলেন, 
নির্বাচনের আগে সংস্কার জরুরি। তবে সংস্কারের নামে নির্বাচন নিয়ে কালক্ষেপণ জনগণ মেনে নেবে না।
উপজেলা জামায়াতের আমীর মু.মাহফুজুর রহমানে সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভা জামায়াতের আমীর মাওলানা ইব্রাহীম, উপজেলা জামায়াতে সহকারি সেক্রেটারী আব্দুর রহিম, বিশিষ্ট ব্যবসায়ী নেতা সৈয়দ একরামুল হক হারুন,পৌরসভা জামায়াতের নায়েবে আমীর কাজী ইয়াছিন, সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, উপজেলা কর্মপরিষদ সদস্য সাহাব উদ্দিন, আলকরা ইউনিয়ন জামায়াতের আমীর কুতুব উদ্দিন, গুণবতি ইউনিয়ন আমীর ইউসুফ মেম্বার, ডা.মনজুর আহম্মেদ সাকী, বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল আহম্মেদ সুমন, আলকরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী নাছির আহম্মেদ, ইউনিয়ন ও পৌরসভা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

















সর্বশেষ সংবাদ
কুমিল্লা ক্লাব নির্বাচনে উৎসব মুখর ভোট
কুমিল্লা ক্লাব নির্বাচনে উৎসব মুখর ভোট
জুলাই বিপ্লবে অর্জিত নতুন বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না -সচিব নজরুল ইসলাম
অভিযানে আটক যুবদল নেতার মৃত্যুরঅভিযোগ
কুবি শিক্ষার্থীকে অপহরণের চার ঘন্টা পর উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় এলজিইডি প্রধানের গাড়ি চুরির সময় যুবক আটক
অভিযানে আটক যুবদল নেতার মৃত্যুরঅভিযোগ
কুমিল্লা ক্লাবের নির্বাচন আজ
কুমিল্লা ক্লাব নির্বাচনে উৎসব মুখর ভোট
কুমিল্লার চান্দিনায় গণধর্ষণের ঘটনায় আটক ১
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২