কুমিল্লায়
যৌথ বাহিনীর অভিযানে আটকের পর মারা যাওয়া যুবদল নেতা তৌহিদুল ইসলাম স্মরণে
শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রয়ারি) দুপুরে কুমিল্লা সদর
উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ইটাল্লা দাখিল মাদ্রাসা মাঠে শোকসভা ও দোয়ার
আয়োজন করে পাঁচথুবী ইউনিয়ন যুবদল।
শোকসভায় বক্তব্য রাখেন বিএনপির প্রচার
সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সাবেক
এমপি আমিন উর রশিদ ইয়াছিন, যুবদল কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না,
সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব
আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী
আবু, ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহবায়ক আনোয়ারুল হক,
সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলুসহ কেন্দ্রিয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সভায়
বক্তারা বলেন, এ হত্যাকান্ডের সুষ্ঠ বিচার চাই। তৌহিদের বিরুদ্ধে মিথ্যা
অভিযোগ দিয়ে যারা তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তাদের গ্রেফতার করে
বিচারের আওতায় আনতে হবে।