নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণে গাড়ি চুরির অভিযোগে সন্দেহভাজন একজনকে
গ্রেফতার করেছে পুলিশ। গত ১ ফেব্রুয়ারি উপজেলার শ্রীমন্তপুর বাজার হতে তাকে
গ্রেফতার করা হয়।
এজহার সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি কুমিল্লা সিটি
কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের মধ্যম আশ্রাফপুর মাজার মসজিদ সংলগ্ন সামাদ
মার্কেটের সামনের খালি জায়গা থেকে পিকআপটি চুরি হয়। এ ঘটনায় সদর দক্ষিণ
থানায় একটি মামলা করা হয়। যার নং-০১ তাং-০১-০২-২৫ইং।
পিকআপটির মালিক এস
আলম এন্টারপ্রাইজের সত্বাধিকারী জায়েদুল আলম এজহারে উল্লেখ করেন, গত ৩০
জানুয়ারি আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় পিকআপটি
ঘটনাস্থলে দেখতে পাই। পরবর্তীতে একই তারিখ সকাল ৭টা ৫০মিনিটে আমার ব্যবসা
প্রতিষ্ঠানের গোডাউনে আসার সময় দেখি পিকআপটি ঘটনাস্থলে নাই। তাৎক্ষণিক
বিভিন্ন স্থানে গাড়িটির খোঁজাখুজি করি। এরপর মাজার মসজিদে সিসিটিভি
ক্যামেরার ভিডিও ফুটেজ দেখি অজ্ঞাতনামা ৪/৫ জন পিকআপটি চুরি করে নিয়ে যায়।
মামলার
তদন্তে জানা যায়, সন্দেহভাজন গ্রেফতার মো: রুস্তম খান আন্ত:জেলা চোর
চক্রের সক্রিয় সদস্য। চুরি হওয়া পিকআপটির রেজি: নং-ঢাকা মেট্রো-ন-১৫৭৬৫৬।