বাংলাদেশ
জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী সেক্রেটারী মাহবুবর রহমান এর আম্মাজান
মোসা: রজ্জবের নেছা (৮২) বার্ধক্যজনিত কারনে মঙ্গলবার দুপুর ২ টায় ইন্তেকাল
করিয়াছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ৩ পুত্র ও
৪কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন।
তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ
করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ
সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের,কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী
জেনারেল ও কুমিল্লা অঞ্চল তত্বাবধায়ক মাওলানা এ টি এম মাসুম,কেন্দ্রীয়
সহকারী সেক্রেটারী জেনারেল, আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও
কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ,নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ
উদ্দিন।কুমিল্লা জেলা দক্ষিণের আমীর মোহাম্মদ শাহজাহান,জেলা সেক্রেটারী
ড.সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী,উত্তর জেলা আমীর আব্দুল মতিন,সেক্রেটারী
সাইফুল ইসলাম শহীদ।
শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া
তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর
গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে
পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন।
আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত
পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর জামায়াতের শোক:
এদিকে
মরহুমার মৃত্যুতে আরো শোক প্রকাশ করেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা
মহানগরী সেক্রেটারী মাহবুবর রহমান এর আম্মাজান ইন্তেকালে গভীর শোক প্রকাশ
করেছেন,চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে আমীর মু.মাহফুজুর রহমান,সেক্রেটারী,
বেলাল হোসাইন।পৌর আমীর মাওলানা ইব্রাহীম,সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল,।
কুমিল্লাস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশন শোক:
কুমিল্লাস্থ
চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের সভাপতি মাহবুবর রহমানের মায়ের ইন্তেকালে গভীর শোক
প্রকাশ করেছেন,ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক জাকির হোসাইন,সেক্রেটারী শেখ
আহম্মেদ,অর্থ সম্পাদক মোস্তফা কামাল,প্রচার সম্পাদক রেজাউল করিম রাসেলসহ
ফাউন্ডেশনের সকল নির্বাহী সদস্য ও ইউনিয়ন সভাপতিবৃন্দ।
ছাত্রশিবিরের শোক:
বাংলাদেশ
জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী সাবেক শহর ও দক্ষিন জেলা সভাপতি মাহবুবর
রহমান এর আম্মাজান ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন,কেন্দ্রীয় কার্যকরি
পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী সভাপতি মোহাম্মদ হাসান,দক্ষিন জেলা সভাপতি
মহিউদ্দিন রনি।
আই বি ডাব্লিউ এফ নেতৃবৃন্ধ শোক প্রকাশ করেছেন মহানগরী
সভাপতি মোশারফ হোসাইন,সেক্রেটারী মিজানুর রহমান,সাংগঠনিক সম্পাদক মেসকাত
উদ্দিন ফারুকী।
কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি ইসরাইল মজুমদার,
পেশাজীবিদের সভাপতি এড এয়াকুব আলী চৌধুরী, এন ডি এফ এর সভাপতি ডা.জহির
উদ্দিন বাবর,সেক্রেটারীডা.জুয়েল রানা।