নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মাহফুজা মতিনের
ব্যবহৃত সরকারি গ্রামীন ফোন নম্বর হ্যাক হয়েছে বলে জানা গেছে। তার নম্বর
থেকে পরিচালিত নম্বরের হোয়াটসঅ্যাপ থেকে ম্যাসেজ করে টাকা চাওয়া হচ্ছে
বিভিন্ন ব্যক্তির কাছে- এমন অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী কয়েকজন। মঙ্গলবার
সকাল থেকেই এমন কয়েকটি মেসেজ যায় বেশ কয়েকটি নম্বরে। এ ব্যাপারে সতর্ক
থাকার জন্য কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় থেকে আহ্বান জানানো হয়েছে।
অতিরিক্ত
জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন জানান, আমার সরকারি নম্বরটি হ্যাক হয়েছে
নাকি ক্লোন হয়েছে বুঝতে পারছি না। তবে আমাকে অনেকেই জানিয়েছেন নম্বরটি থেকে
বিভ্রান্তিকর মেসেজ পাঠানো হচ্ছে। এ ব্যাপারে গ্রামীন ফোনের সাথে যোগাযোগ
করেছি।
হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে ১৫ হাজার টাকা বিকাশে চাওয়া হয়েছে
সময় টেলিভিশনের সংবাদকর্মী ইশতিয়াক আহমেদের হোয়াটসঅ্যাপে। তিনি জানান,
কুমিল্লা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সরকারি নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে
মেসেজ করে ০১৮২৩১৪২১৩১ নাম্বারে ১৫ হাজার টাকা বিকাশ করার জন্য বলা হয়।
সরকারি এমন গুরুত্বপূর্ণ নম্বর থেকে ম্যাসেজ পেয়ে সাথে সাথেই আমি অতিরিক্ত
জেলা ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি। তিনি বলছেন তার নম্বরটি হ্যাক হয়েছে। এজন্য
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ম্যাসেজ গিয়েছে কার্যালয়ের বেশ
কয়েকজন কর্মকর্তার কাছেও। ডিসি অফিসে কর্মরত একাধিক কর্মকর্তার সাথে কথা
বলে জানা গেছে তারাও মেসেজ পেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে জানিয়েছেন।
জেলা
প্রশাসক মোঃ আমিরুল কায়সার জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ফোন
নম্বর হ্যাক হওয়ার ঘটনায় একটি জিডি করা হয়েছে। এ ব্যাপারে গ্রামীণফোনের
সাথে ও যোগাযোগ করা হয়েছে। যেকোনো ধরনের বিভ্রান্তিকর মেসেজ এড়িয়ে যাওয়ার
জন্য সবাইকে সতর্ক থাকতে আহবান করছি।