নিজস্ব
প্রতিবেদক: গুণগতমান যাচাই না করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সরিষার
তেল উৎপাদন ও বিএসটিআই এর সিএম লাইসেন্স গ্রহণ না করেই অবৈধভাবে বিপণনের
অভিযোগে মেসার্স রেহানা ওয়েল মিলকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ
আদালত। বুধবার বিকেলে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড
এলাকায় ওই ওয়েল মিলে অভিযানটি পরিচালনা করা হয়।
কুমিল্লা জেলা প্রশাসক
কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শাহীন আক্তার শিফার
নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটার হিসেবে দায?িত্ব পালন
করেন বি এস টি আই কুমিল্লা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম শাকিল।
অভিধানের সার্বিক সহযোগিতা ছিলেন, বিএসটিআই কুমিল্লার উপ পরিচালক কে এম হানিফ।
তিনি
বলেন, আসন্ন মাহে রমজান উপলক্ষে বাজার তদারকের অংশ হিসেবে বিএসটিআই
অস্বাস্থ্যকর ও লাইসেন্সবিহীন পণ্য তৈরীর বিরুদ্ধে অভিযান শুরু করেছে। অসৎ
ব্যবসায়ীদেরকে ধরতে বিএসটিআইয়ের এই অভিযান অব্যাহত থাকবে।