বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫
৩০ মাঘ ১৪৩১
আন্দোলনে আহতদের বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ দেবে সরকার
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১:২৩ এএম |




জুলাই-অগাস্টে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে আহত হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া ব্যক্তিদের চিকিৎসার খরচ পরিশোধ করবে সরকার। এজন্য চিকিৎসার বিল সংক্রান্ত সব ধরনের কাগজপত্রসহ আবেদন করতে হবে। গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল বা সিভিল সার্জন কার্যালয়ে এ আবেদন জমা দিতে হবে।
গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের এক বিজ্ঞপ্তিতে গত বুধবার এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ৯ জানুয়ারি স্বাস্থ্য সেবা বিভাগে অনুষ্ঠিত গণ অভ্যুত্থানে আহত ছাত্র-জনতার চিকিৎসা ও স্বাস্থ্য কার্ড বিতরণ সংক্রান্ত সভায় যারা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তাদের চিকিৎসার খরচ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এজন্য আবেদন ও বিল গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলে অথবা সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কার্যালয়ে জমা দিতে হবে।
ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, সেলে জমা হওয়া বিল স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় যাচাই-বাছাই করে পুনরায় গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলে পাঠাবে।
একইভাবে সিভিল সার্জন অফিসে জমা হওয়া বিল সিভিল সার্জন যাচাই-বাছাই শেষে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলে পাঠাবেন।
পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দাবি করা অর্থ পরিশোধের ব্যবস্থা গ্রহণ করবে বিশেষ সেল।
আবেদন ফরম গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল এর ওয়েসাইটে িি.িসঁংপ.ঢ়ড়ৎঃধষ.মড়া.নফ পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে ছাত্ররা যে আন্দোলন শুরু করে তা তীব্রতা পায় জুলাইয়ে। পরে তা সরকার পতনের একদফা আন্দোলনে রূপ নেয়। তীব্র ছাত্র-গণ আন্দোলনের মুখে গত বছরের ৫ অগাস্ট শেখ হাসিনা ভারতে চলে যান।
অন্তর্র্বতীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর জুলাই-আগস্টে নিহত এবং আহতদের তালিকা তৈরি করতে গত বছরের ১৫ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে।
ওই কমিটির প্রতিবেদনের হালনাগাদ তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সারাদেশে ৮৪৪ জন নিহত হয়েছেন। সেসময় আহত হয়েছেন ১৩ হাজার ২৭৩ জন মানুষ।













সর্বশেষ সংবাদ
ডিসেম্বরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন
কুমিল্লায় তিন দিনে গ্রেপ্তার ১৯ জন
অপারেশন ডেভিল হান্টে সারাদেশে গ্রেফতার আরও ৬০৭ জন
কুমিল্লার আদালতে এক যুবকের বিরুদ্ধে ৫ মামলা
নগরীর ২৪নং ওয়ার্ডে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপারেশন ডেভিল হান্ট : কুমিল্লায় গ্রেপ্তার ১৩ জন
কুমিল্লায় ১৮০০ ফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
কুমিল্লায় দুই ইটভাটা বন্ধ ঘোষণা পানি ঢেলে নিভিয়ে দেওয়া হলো চুল্লির আগুন
চান্দিনায় ঘুড়ি আনতে ১৩২ কেভি লাইনের তারে উঠে যুবক!
কুমিল্লায় দেড় কোটি টাকার ভারতীয় মোবাইল ফেলে পালিয়েছে মালিক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২