কুমিল্লার
নাঙ্গলকোটে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম ভূঁইয়া হত্যা মামলার
এজহারভূক্ত আসামি আহসান উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত
রাতে কুমিল্লা পুলিশ লাইন এলাকায় তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে
শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তার আহসান
উল্লাহ নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের দেলোয়ার হোসেনের
ছেলে।
কুমিল্লার পুলিশ সুপার কার্যলয়ে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম
ভূঁইয়া হত্যা মামলার এজহারভূক্ত ওই আসামির একটি সেলিফ ছবি সামাজিক যোগাযোগ
মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। পরে পুলিশ ওই হত্যা মামলার আসামিকে
গ্রেপ্তার করে।
জানা গেছে, গত বৃহস্পতিবার সদ্য ঘোষিত কুমিল্লা দক্ষিণ
জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা পুলিশ সুপার
মোহাম্মদ নাজির আহাম্মদ খাঁন এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করতে গেলে সেখানে
নাঙ্গলকোট উপজেলার উপজেলা হেসাখাল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম
ভূঁইয়া হত্যা মামলার ১২ নং এজহার নামীয় আসামী আহসান উল্লাহ একটি সেলফি
তুলে নিজের ফেসবুকে পোস্ট মুহুর্তেই ছবিটি ভাইরাল হয়। ছবির স্ক্রীনসট
বিভিন্ন আইডি থেকে পোস্ট করা শুরু হলে পরে তা তিনি ফেসবুক থেকে মুছে
ফেলেন।
নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক কালের কন্ঠকে বলেন, মামলার
তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক সমর বড়ুয়া কুমিল্লা থেকে হত্যা মামলার এজহার
নামীয় আসামী আহসান উল্লাহকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ
করেন ।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি বিএনপির কোন্দল ও বিরোধে সেলিম
ভূঁইয়া (৪৫) নামে স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
পরে ২ ফেব্রুয়ারি দুপুরে নিহতের ভাই আবদুর রহিম বাদী হয়ে ৩৯ জনের নাম
উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের
করেন।