বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫
৩০ মাঘ ১৪৩১
শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে দেশের পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে -মোস্তফা জামাল হায়দার
প্রকাশ: রোববার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১:২৮ এএম আপডেট: ০৯.০২.২০২৫ ২:৩৮ এএম |


  শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে  দেশের পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে -মোস্তফা জামাল হায়দারচৌদ্দগ্রাম প্রতিনিধি: জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার বলেছেন, দেশ এক ক্রান্তিলগ্নে পার করছে। আপনারা জানেন, ৬মাস আগে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার পদত্যাগ করে পলায়ন করেছে কিন্তু শেখ হাসিনার অশুভ প্রেতাত্না বাংলাদেশের আনাচে কানাচে এখনো ঘোরাফেরা করছে। তারা একটার পর একটা ষড়যন্ত্রে লিপ্ত আছে। গত ৪৮ ঘন্টার জনতার তীব্র ক্ষোভের বহি: প্রকাশ হিসেবে ধানমন্ডির ৩২ নাম্বারের শেখ মুজিবের বাড়ী এবং সারাদেশের বহু জায়গায়া আওয়ামী লীগের বাড়িঘর, অফিস ভাংচুর হয়েছে। কিন্তু চৌদ্দগ্রামে কি হয়েছে আমি জানিনা। এসব ঘটনার জন্য এককভাবে শেখ হাসিনা দায়ী। তিনি দিল্লীতে বসে একটার পর একটা উস্কানীমুলক বক্তব্য দিয়ে এদেশের শান্তিপ্রিয় মনোভাবকে অশান্ত করে তুলছেন। জাতিয় পার্টি হানাহানির রাজনীতিতে বিশ^াস করেনা। 
শনিবার (৮ই ফেব্রুয়ারী) সকালে চৌদ্দগ্রাম পৌর মিলনায়তনে চৌদ্দগ্রাম উপজেলা জাতিয় পার্টি (জাফর) আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ফ্যাসিস্ট বিরোধী আগামী নির্বাচনে জাতীয় পার্টির চৌদ্দগ্রাম আসনে প্রার্থী হবে জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য (কাজী জাফরের ভাতিজা) কাজী নাহিদ। ঈনশা আল্লাহ আমরা বিজয়ের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এ আসন উপহার দিব। 
সভায় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব, সাবেক এমপি আহসান হাবিব লিংকন বলেন, জাতীয় পার্টির নেতাকর্মী তথা চৌদ্দগ্রামের জনতার দুর্দিনের সাথী সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ভাতিজা কাজী নাহিদ। আজকে জাতীয় পার্টির চেয়ারম্যান আগামীর চৌদ্দগ্রামের কান্ডারী হিসেবে কাজী নাহিদকে আপনাদের হাতে তুলে দিবেন। আপনারা তাকে আগামী নির্বাচনে বিজয়ী করে সংসদে পাঠাবেন। যাতে তিনি চাচা কাজী জাফর আহমেদের মতো বাংলাদেশের জাতীয় রাজনীতিতে অবদান রাখতে পারেন। 
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, চৌদ্দগ্রামের কৃতিসন্তান কাজী নাহিদ বিশেষ অতিথির বক্তব্যে বলেন, কাজী জাফর উত্তরাধীকার সূত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী হননি। তিনি তার যোগ্যতা, মেধা এবং বিচক্ষতার কারণে প্রধানমন্ত্রী হয়েছিলেন। ৮ম প্রধানমন্ত্রী হয়ে তিনি এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণকে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষনা করেছিলেন। আজ থেকে ৪০ বছর আগে তিনি চৌদ্দগ্রামে বিদ্যুৎ এনে দিয়েছিলেন। যখন দেশের অধিকাংশ উপজেলায় সরকারী কলেজ ছিলনা তখণ তিনি চৌদ্দগ্রামবাসীকে ২টি সরকারী কলেজ উপহার দিয়েছেন। তিনিই প্রধান চৌদ্দগ্রামে বিসিক শিল্পনগরী স্থাপন, টেলিফোন এক্সচেঞ্জ এনে দিয়েছেন। এছাড়াও চৌদ্দগ্রামের দৃশ্যমান বড় সড়কগুলো সবি জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান কাজী জাফর আহমেদের অবদান। 
চৌদ্দগ্রাম উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে, উপজেলা যুব সংহতির আহবায়ক কাজী শহিদের সঞ্চালনায় কর্মী সভায় আরও বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আব্দুল্লাহ চৌধুরী পাশা, উপজেলা জাতীয় পার্টির নেতা ওবায়দুল হক পাটোয়ারী, আলকরা ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক জহিরুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম আজাদ বাবুল, গুনবতী আহবায়ক জানে আলম দ্বোভাষী, সদস্য সচিব জাকির হোসেন জিকির, মুন্সীরহাট ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক নুর হোসেন, ইউনিয়ন নেতা আবদুল মালেক, বাতিসা ইউনিয়ন যুব সংহতির আহবায়ক মাহফুজ প্রমুখ। 
সভাশেষে সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশাকে সভাপতি, চৌদ্দগ্রাম উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনিরকে সাধারন সম্পাদক এবং ওবায়দুল হক পাটোয়ারীকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন।




















সর্বশেষ সংবাদ
ডিসেম্বরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন
কুমিল্লায় তিন দিনে গ্রেপ্তার ১৯ জন
অপারেশন ডেভিল হান্টে সারাদেশে গ্রেফতার আরও ৬০৭ জন
কুমিল্লার আদালতে এক যুবকের বিরুদ্ধে ৫ মামলা
নগরীর ২৪নং ওয়ার্ডে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপারেশন ডেভিল হান্ট : কুমিল্লায় গ্রেপ্তার ১৩ জন
কুমিল্লায় ১৮০০ ফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
কুমিল্লায় তিন দিনে গ্রেপ্তার ১৯ জন
কুমিল্লায় দুই ইটভাটা বন্ধ ঘোষণা পানি ঢেলে নিভিয়ে দেওয়া হলো চুল্লির আগুন
কুমিল্লায় দেড় কোটি টাকার ভারতীয় মোবাইল ফেলে পালিয়েছে মালিক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২