জুলাই
আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার উত্তরা
পুর্ব থানার সাবেক ওসি মো: মুজিবুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ
দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা
বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর ট্র্যাইব্যুনালে হাজির করা
হলে প্রসিকিউশনের আবেদনে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারে নেতৃত্বাধীন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক ওসি মুজিবুর রহমানকে কারাগারে
পাঠানোর আদেশ দেন। আদালতে আজ প্রসিকিউসন পক্ষে ছিলেন প্রসিকিউটর বিএম
সুলতান মাহমুদ ও গাজী এমএইচ তামিম।
এর আগে প্রসিকিউশনের আবেদনে জুলাই
আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রোববার সাতজনের বিরুদ্ধে
গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতকি অপরাধ ট্রাইব্যুনাল। সাতজনের
মধ্যে গুলশানের ঘটনায় দুইজন, রামপুরার ঘটনায় দুইজন ও উত্তরার ঘটনায় তিনজন
রয়েছেন। তদন্ত ও গ্রেপ্তারের স্বার্থে পরোয়ানাভুক্তদের নাম প্রকাশ করেনি
প্রসিকিউশন। তবে বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে
গ্রেফতার উত্তরা পুর্ব থানার সাবেক ওসি মো: মুজিবুর রহমান আজকের গ্রেপ্তারি
পরোয়ানাভুক্ত সাতজনের একজন বলে জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।