দেড়
কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় মোবাইল উদ্ধার করেছে বর্ডার গার্ড
বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১০ ফেব্রুয়ারি) কুমিল্লার সীমান্তবর্তী
চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের নোয়াপুর এলাকা থেকে এসব মোবাইল উদ্ধার
করেছে বিজিবির একটি টহল দল। এসব তথ্য জানিয়েছেন, ১০ বিজিবির অধিনায়ক লে.
কর্নেল এ এম জাহিদ পারভেজ।
তিনি জানান, কুমিল্লার সীমান্তবর্তী নোয়াপুর
এলাকা থেকে ১০৯ পিস বিভিন্ন প্রকার ভারতীয় মোবাইল ফোন ও দুই হাজার ৭০০টি
মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি চুয়ান্ন
লক্ষ তেষট্টি হাজার সাতশ টাকা। এসব মোবাইল ফোন অবৈধভাবে ভারত থেকে
বাংলাদেশের অভ্যন্তরে আনে চোরাকারবারিরা। কিন্তু বিজিবির টহলদলের উপস্থিতি
টেরপেয়ে তারা পালিয়ে যায়। উদ্ধার করা সকল অবৈধ দ্রব্যসামগ্রী কাস্টমস এ জমা
করা হবে।