বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫
৩০ মাঘ ১৪৩১
নাঙ্গলকোটে অনুমোদনহীন ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন
ইমরান হোসেন সোহান, নাঙ্গলকোট
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১:১৬ এএম আপডেট: ১২.০২.২০২৫ ১:৪৪ এএম |

  নাঙ্গলকোটে অনুমোদনহীন ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন
কুমিল্লার নাঙ্গলকোটে আবাসিক এলাকায় অনুমোদনহীন“বি.বি.এম” ইটভাটায় নাঙ্গলকোট উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতপরিচালনা করে গুঁড়িয়ে দিয়েছে। মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার এ অভিযান পরিচালনা করেন।এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরেরপরিদর্শক চন্দন বিশ্বাস, সেনাবাহিনী নাঙ্গলকোট ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ফয়সাল-সহ সেনা অফিসার ও সদস্য বৃন্দ, নাঙ্গলকোট থানা উপ পরিদর্শক মহিউদ্দিন ও হাবিবুর রহমান চৌধুরী সঙ্গীয় ফোর্স এবং লাকসাম ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
জানা যায়, উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের কোকালী গ্রামের তোঁতা মিয়া ও আলাউদ্দিন-সহ কয়েক জন মিলে কোকালী, বড়কালী, মাছুমপুর গ্রামের ফসলি জমিতে অবৈধ ভাবে গড়ে তুলে বি.বি.এম ইটভাটা। মঙ্গলবার দুপুরে ওই ইটভাটাটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চিমনি চুলা গুঁড়িয়ে দেয় এবং ফায়ার সার্ভিসের সহযোগীতায় চুলার আগুন নিভিয়ে দেয়া হয়। ইটভাটা গুড়িয়ে দেয়ার পূর্বে প্রতিষ্ঠানটির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার বলেন, মহামান্য হাইকোর্ট বিভাগ ও জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আজকে অবৈধ একটি ইটভাটা আমরা ধ্বংস করলাম, ওই ভাটার চিমনি চুলা ভেঙ্গে দিয়ে তাদের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছি এবং পর্যায়ক্রমে নাঙ্গলকোট উপজেলার যে সকল অবৈধ ইটভাটা রয়েছে সবগুলো আমরা বন্ধ করে দিব।
















সর্বশেষ সংবাদ
ডিসেম্বরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন
কুমিল্লায় তিন দিনে গ্রেপ্তার ১৯ জন
অপারেশন ডেভিল হান্টে সারাদেশে গ্রেফতার আরও ৬০৭ জন
কুমিল্লার আদালতে এক যুবকের বিরুদ্ধে ৫ মামলা
নগরীর ২৪নং ওয়ার্ডে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপারেশন ডেভিল হান্ট : কুমিল্লায় গ্রেপ্তার ১৩ জন
কুমিল্লায় ১৮০০ ফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
কুমিল্লায় দুই ইটভাটা বন্ধ ঘোষণা পানি ঢেলে নিভিয়ে দেওয়া হলো চুল্লির আগুন
কুমিল্লায় তিন দিনে গ্রেপ্তার ১৯ জন
কুমিল্লায় দেড় কোটি টাকার ভারতীয় মোবাইল ফেলে পালিয়েছে মালিক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২