কুমিল্লার
সাবেক পুলিশ সুপার আবদুল মান্নানকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সিলেটের পুলিশ সুপার ছিলেন সদ্য
গ্রেফতার হওয়া আব্দুল মান্নান। আন্দোলনের সময় মান্নান তার নিজ কার্যালয়ে
ছাত্রলীগকে অস্ত্রশস্ত্র রাখার সুযোগ দিয়েছিলেন বলে গোয়েন্দা প্রতিবেদনে
উঠে এসেছে।
গত শুক্রবার রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল
মান্নানকে আটক করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা
পুলিশে নেওয়া হয়। রোববার সেখান থেকে সিলেটে নেওয়া হয়। বিকাল ৪টার দিকে
হাজির করা হয় আদালতে। ১৫ মিনিটের মধ্যেই তাকে আদালত থেকে কারাগারে নিয়ে
যাওয়া হয়।
২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা আব্দুল মান্নান গত
বছরের ১০ জুলাই সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি
কুমিল্লার পুলিশ সুপার ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর ৪৮ দিনের মাথায় গত
২৭ আগস্ট তাকে বদলি করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও
হত্যায় জড়িত থাকার অভিযোগে সম্প্রতি গ্রেফতার চার পুলিশ কর্মকর্তার নানা
অপকীর্তি একের পর এক বেরিয়ে আসছে। এর মধ্যে গ্রেফতার হওয়া সিলেটের সাবেক
পুলিশ সুপার আব্দুল মান্নান সম্পর্কে জানা গেছে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য।
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সিলেটের পুলিশ সুপার ছিলেন সদ্য
গ্রেফতার হওয়া আব্দুল মান্নান। ৪ আগস্ট সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়
আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন ৬ জন। ৫ আগস্ট সরকার পতনের পর গোপনে
সিলেট ছাড়েন এসপি মান্নান।