হোমনা
প্রতিনিধি : কুমিল্লার হোমনা- গৌরিপুর রোডে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক
নারীর মৃত্যু হয়েছে। নিহত নারী ছয়ফুল্লাকান্দি দাসপাড়ার প্রয়াত লবা চরণ
দাসের স্ত্রী রশনা রানী দাস (৭৫)।সোমবার সন্ধ্যা ৭টার দিকে পঞ্চবটি মাঝার
সংলগ্ন ইব্রাহিম শাহ মাজারের পুর্ব পাশ মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে
তার মৃত্যু হয়।
জানা গেছে, রশনা রানী দাস প্রায়ই রান্নার জন্য রাস্তার
পাশ থেকে শুকনো পাতা কুড়াতে আসে। গতকাল পাতা কুড়ানোর সময় ড্রাইভারের
অসাবধানতায় রাস্তার পাশে গিয়ে তাকে চাপা দেয়। ডিস্ট্রিক্ট ট্রাকটি
স্থানীয় এক সার ব্যবসায়ির সার নিয়ে আসছিল। সার বুঝাই ট্রাকের চাকায় পিষ্ট
হয়ে তার দেহ খন্ড বিখন্ড হয়ে স্পটে সে মারা যায় । পুলিশ জনগনের সহযোগীতায়
ট্রাকটি আটক করতে পারলেও ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়।
হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, এ ঘটনায় ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
নিহতের
মরদেহ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করার হয়েছে। নিহতের মেয়ে
মায়া রানী দাস বাদী হয়ে ড্রাইভারকে আসামি করে মামলা দায়ের করেছে।
ট্রাকের মালিকের সাথে যোগাযোগ করে ড্রাইভারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
নেওয়া হবে।