চ্যাম্পিয়ন্স
ট্রফির আগমুহূর্তে ব্যস্ত সময় পার করছে দলগুলো। ঘরের মাঠে ইংল্যান্ডকে
আতিথ্য দিচ্ছে ভারত। অন্যদিকে, ত্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তান,
নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। চোটে জর্জর অস্ট্রেলিয়াও বসে নেই।
শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টেস্টের পর দুই ম্যাচের ওয়ানডে
সিরিজ খেলছে।
শ্রীলঙ্কার জন্য গল্পটা কিছুটা আলাদা। এবারের
চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি কিছুটা
গুরুত্বহীন তাদের জন্য। তাতে কি! দুই ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতেই
ফরম্যাটটির বর্তমান চ্যাম্পিয়নদের চমকে দিলো লঙ্কানরা। চারিথ আসালাঙ্কার
দুর্দান্ত সেঞ্চুরি আর মহেশ থিকশানার ঘূর্ণি জাদুতে লো স্কোরিং ম্যাচে ৪৯
রানের ‘স্মরণীয়’ জয় পেয়েছে স্বাগতিকরা।
কলম্বোর আর প্রেমাদাসা
স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২১৪ রানে
থেমেছিল শ্রীলঙ্কা। ১২৬ বলে ১২৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন চারিথ
আসালাঙ্কা। টার্গেট তাড়ায় লঙ্কান স্পিন বিষে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র
১৬৫ রানে। সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেছেন লঙ্কান স্পিনার মহেশ
থিকসানা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়েছিল লঙ্কানরা। দলীয়
৬ রানের মাথায় দুই ওপেনার পাথুম নিশাঙ্কা এবং আভিষ্কা ফার্নান্দোকে হারিয়ে
ফেলে স্বাগতিকরা। তিনে নামা কুশল মেন্ডিস ভালো শুরু পেলেও থিতু হতে
পারেননি। ১৭ বলে ১৯ রান করে সাজঘরে ফিরেছেন। চারে নেমে সুবিধা করতে পারেননি
কামিন্দু মেন্ডিসও। ৮ বলে ৫ রান করে বিদায় নিয়েছেন তিনিও।
দলীয়
পঞ্চাশের আগেই টপ-অর্ডারের চার ব্যাটারের বিদায়ের পর দলের হাল ধরেন অধিনায়ক
চারিথ আসালাঙ্কা। দলের বিপর্যয়ে একপ্রান্ত আগলে রেখে টেনে নিলেন। নিজের
সেঞ্চরিও পূর্ণ করেছেন। শেষদিকে ভেল্লালাগের সঙ্গে জুটি গড়ে দুইশো ছাড়া
করেন দলীয় সংগ্রহ। ২১৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ১৪ চার ও ৫ ছক্কায় ১২৬ বলে
১২৭ রান করেন আসালাঙ্কা। ৩৪ বলে ৩০ রান করেন ভেল্লালাগে।
হাতের
নাগালে থাকা টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়াও। ২ বল
খেলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন ওপেনার ম্যাথিউ শর্ট। আরেক
ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কও সুবিধা করতে পারেননি। ৯ বলে ২ রান করে
আউট হন। লঙ্কান বোলারদের সামনে প্রতিরোধের দেয়াল গড়তে পারেননি স্মিথরাও।
১৬৫ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা পায় ৪৯ রানের দারুণ এক জয়।
শ্রীলঙ্কার
হয়ে ৪টি উইকেট শিকার করেন মহেশ থিকশানা। দুটি করে উইকেট নেন আসিথা
ফার্নান্দো এবং দুনিথ ভেল্লালাগে। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে
গেল শ্রীলঙ্কা।