বুধবার ১২ মার্চ ২০২৫
২৮ ফাল্গুন ১৪৩১
কুমিল্লায় বিশ্ব বেতার দিবস পালিত
আবু সুফিয়ান
প্রকাশ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪৬ এএম |


‘বেতার ও জলবায়ু পরিবর্তন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব বেতার দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার কুমিল্লার কেন্দ্রে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতি অনুষ্ঠান ও বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
বৃহষ্পতিবার (১৩ ফেব্রুয়ারি)  বাংলাদেশ বেতার কুমিল্লার লালমাই কেন্দ্রের আঙ্গিনা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বেতারের সামনের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বেতার কেন্দ্রে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানের শুরুতেই জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানের নিহত সকল শহিদ ও বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের সাবেক চাঁদপুর জেলা সংবাদদাতা প্রয়াত অধ্যাপক আহসানুজ্জামান এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে বেতার কেন্দ্রের মিলনায়তনে কেন্দ্রের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন কেন্দ্রর উপ-আঞ্চলিক পরিচালক মোহাম্মদ মাসুদুজ্জামান।
এতে বক্তব্য রাখেন কুমিল্লা কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক মাহফুজার রহমান,  উপ-বার্তা নিয়ন্ত্রক তাপস চন্দ্র বোস, উপ-আঞ্চলিক প্রকৌশলী মোঃ জাকির হোসেন, শিক্ষাবীদ প্রফেসর সেলিনা রহমান, ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, জাসাস কুমিল্লা জেলা শাখার সাবেক সভাপতি জামিল আহমেদ খন্দকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার আহবায়ক আবু রায়হান ও সদস্য সচিব রাশেদুল হাসানসহ অন্যান্যরা। 
আলোচনা সভায় বক্তারা বলেন, বেতারকে শ্রোতামূখী করার প্রত্যয়ে বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্র নতুন আঙ্গিকে ফেসবুক লাইভ, ইউটিউব ও অ্যাপসের মাধ্যমে শ্রোতাদেরকে বিনোদন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও উন্নয়নমূলক অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা নেয়া হয়েছে। শ্রোতারাই বেতারের প্রাণ। তাই শ্রোতাগণ যা শুনতে চায় বা জানাতে চায়- তাদের মতো করেই বেতার অনুষ্ঠানকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শ্রোতাগণ অনুষ্ঠান শুনে যদি উপকৃত হন বা বিনোদন পান তাহলেই বেতার শ্রোতাদের মনের মনিকোঠায় স্থান লাভ করবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক সুমন কান্তি নাথ, সহকারী পরিচালক (অনুষ্ঠান) কাজী মোঃ নুরুল করিম, সহকারী পরিচালক এ এইচ এম মেহেদী হাসান, সহকারী বেতার প্রকৌশলী আসিফুর রহমান, সহকারী পরিচালক (অনুষ্ঠান) মোঃ ইমরান হোসেন, ঐতিহ্য কুমিল্লার সভাপতি ও বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের মহানগর সংবাদদাতা জাহাঙ্গীর আলম ইমরুল প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী মাহতাব সোহেল।
পরে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংষ্কৃতি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কেন্দ্রের তালিকাভূক্ত শিল্পীরা।













সর্বশেষ সংবাদ
স্ত্রীসহ সাবেক এমপি বাহারের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ
৫ দফা দাবি আদায়ে কুমিল্লায় ইন্টার্ণ চিকিৎসকদের কর্মবিরতি - ভোগান্তিতে রোগী ও স্বজনরা
তাওবা ও ক্ষমা
কুমিল্লায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার
কুমিল্লায় বিদেশী পিস্তলসহ দুই ডাকাত গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
স্ত্রীসহ সাবেক এমপি বাহাউদ্দিনের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ
কুমিল্লায় সর্প দংশনে এক যুবক নিহত
চাঁদাবাজির অভিযোগে দেবিদ্বারের দুই ভুয়া সাংবাদিক খাগড়াছড়িতে গ্রেপ্তার
‘ফারজানা’ কাউন্টারে তালা ঝুলিয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধরা
‘বিয়ের জন্য চাপ দেয়ায় খুন!’ গ্রেপ্তার ২
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২