নাঙ্গলকোট
উপজেলার ভূলুয়াপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বৃহস্পতিবার তারুণ্যের উৎসব
উপলক্ষে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার
বিতরণী অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ মাকসুদুর
রহমান এর সভাপতিত্বে তারুণ্যের মেলায় পিঠা উৎসব, জুলাই বিপ্লবের প্রেক্ষাপট
ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা, পলিথিন ও প্লাস্টিক বর্জন এবং পরিবেশ
সুরক্ষা সংক্রান্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা
অফিসার মোহাম্মদ ইউনুছ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস নাঙ্গলকোট
উপজেলা শাখার সম্পাদক ও ইসলামপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ
শহীদুল্লাহ মজুমদার স্বপন।
তারুণ্যের মেলায় ও পুরস্কার বিতরণী
অনুষ্ঠানে অত্র মাদ্রাসার বিভিন্ন কাজে সহায়তায় অংশগ্রহণ, সামাজিক উন্নয়ন,
সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এলাকার তরুণদের মধ্য থেকে মোঃ
আহসান হাবিব, মোঃ আব্দুল করিম, মোহাম্মদ ইয়াছিন মিয়া, মোঃ তোফায়েল হোসেন
মোঃ শাহজালালকে ‘সম্মাননা স্মারক’ প্রদান করা হয়।
তারুণ্যের মেলাকে ঘিরে
এক উৎসবমুখর পরিবেশ দেখা যায়।মাদ্রাসার শিক্ষার্থী ও আগন্তুক এলাকার
লোকজনে মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ ও অনুষ্ঠান স্থল। যা এক ভিন্ন রকম আমেজের
সৃষ্টি কর।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে
উপস্থিত ছিলেন মাস্টার আবুল হাসেম, ডাক্তার সিরাজুল ইসলাম,মেম্বার
মোজাম্মেল হক মজুমদার, আরিফুল আলম নোমান, আলহাজ্ব এ এম নূর মোহাম্মদ,মোঃ
শহিদুল্লাহ ভান্ডারী, তাজুল ইসলাম সওদাগর , ডা. রুহুল আমিন প্রমুখ।