বুধবার ১২ মার্চ ২০২৫
২৮ ফাল্গুন ১৪৩১
বসন্ত-ভালবাসার দিন আজ
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩৫ এএম আপডেট: ১৪.০২.২০২৫ ১:৫৭ এএম |


 বসন্ত-ভালবাসার দিন আজ শীতের আড়ষ্ঠতা ভেঙে প্রকৃতি জেগে উঠেছে তার আপন মহিমায়। প্রকৃতিতে লেগেছে ফাগুনের হাওয়া, বাতাসে বসন্তের উন্মাদনা। ঋতুরাজকে স্বাগত জানাতে আবহমান বাংলার প্রকৃতি সেজেছে বর্ণিল সাজে। আগুনরাঙা সুরভীত ফুলের রাশি রাশি পাপড়ি মেলে বসন্তের আমন্ত্রণ পত্রে প্রকৃতিকে জানান দিচ্ছে পলাশ ও শিমুল। সড়ক-মহাসড়কের পাশে বা বনে নিজের অপরূপ সৌন্দর্য মেলে তরুন-তরুনীদের হাত খুলে ছায়াতলে ডাকছে রক্তরাঙা শিমুল গাছ। 
বাংলা পঞ্জিকার হিসাব অনুযায়ী আজ শুক্রবার বসন্তের প্রথম দিন, পহেলা ফাল্গুন। পশ্চিমা রীতির ‘ভ্যালেনটাইনস ডে’ বা ‘ভালোবাসা দিবস’ও আজ। ঋতুরাজ বসন্তকে নিয়ে কবি সুভাষ মুখোপাধ্যায় এর সেই মুখরোচক কবিতা যেন পূর্ণতা পেয়েছে আজ। ‘ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত।’ ভালবাসার এই দিনে তরুন তরুনীর হৃদয়ে লেগেছে বসন্তের হাওয়া। বসন্তের নৈসর্গিক প্রকৃতি বর্ণচ্ছটায় রঙময় হয়ে ওঠেছে পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস।
বাঙালি সংস্কৃতিতে ১লা ফাল্গুন বিশেষ ভাবে উদযাপিত হলেও পশ্চিমা সংস্কৃতির ‘ভ্যালেনটাইনস ডে বা ভালবাসা দিবস’ উদযাপনে পিছিয়ে নেই বাঙালি তরুন-তরুণীরা। দুইয়ের মিলনে সারা দেশের ন্যায় হৃদয়ের মাধুরী মিশিয়ে আজ একাকার হবে উৎসব প্রিয় কুমিল্লাবাসী। 
তরুণীরা পরবে বাসন্তী রঙের শাড়ি। খোঁপায় গুঁজবে ফুল আর হাতে পরবে কাঁচের চুড়ি। তরুণরাও বাসন্তী রঙের পাঞ্জাবি বা ফতুয়া পরে হাতে গোলাপ আর রজনীগন্ধায় নামবে কুমিল্লা পথে ঘাটে। আজ এ চিত্র শুধু শহরেই নয়, বাংলার গ্রামীণ জনপদেও ধরা দেবে বসন্ত। এতো বর্ণিল সাজ সকল কুসংস্কারকে পেছনে ফেলে, বিভেদ ভুলে, নতুন কিছুর প্রত্যয়ে তরুন হৃদয়ে প্রাণের সঞ্চার ঘটাবে এমটাই আশা করছেন সকলে। 
এদিকে, ১লা ফাল্গুন বসন্তের শুরুর দিন উপভোগের সাথে ভালবাসার দিবসকে প্রাণভরে উদযাপন করবে প্রেমিক যুগল। হৃদয়ে বসন্তের উষ্ণতা নিয়ে আজ বাইরে পা দেবেন অনেকেই। প্রিয়জনকে নিয়ে ভালোবাসার দিগন্ত ছুঁতে চাইবেন তারা। একটি দিন প্রিয় মানুষের সঙ্গে একান্তে নিজেদের মতো করে কাটাবেন। বিশেষ করে তরুণ প্রজন্ম দিনটিকে বেঁছে নেবে মনের মানুষের কাছে প্রণয়ের কথা নিবেদনের জন্য। গোলাপের গুচ্ছ নিয়ে একসঙ্গে বাইরে ঘুরে বেড়ানো, কোথাও খেতে যাওয়ার মধ্য দিয়ে দিনটি কাটবে অনেকের। কারো প্রেমের প্রথম কুঁড়িটিও হয়তো লাজুক চোখ মেলে তাকাবে পয়লা বসন্তের আলোয়।
১লা ফাল্গুন ও ভালবাসার দিবস উপলক্ষে কুমিল্লা মহানগরীসহ উপজেলা শহর ছাড়িয়ে প্রত্যন্ত অঞ্চলেও বসেছে ফুলের দোকান। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে বাড়তি ফুল সংগ্রহ করে ফুলের পসরা সাজিয়েছে দোকানীরা। নির্দিষ্ট দোকান ছাড়াও পথে প্রান্তরে, মার্কেটের সামনে, বিভিন্ন মোড়ে ভ্রাম্যমান ফুলের দোকান দেখা গেছে। কুমিল্লা মহানগরীর জিলা স্কুল রোড, ভিক্টোরিয়া কলেজ রোড, বাদুরতলা ও পুলিশ লাইন এলাকার ফুলের দোকানগুলো ছিল চোখে পড়ার মতো। আজ শুক্রবার সরকারি ছুটি থাকায় স্কুল-কলেজও বন্ধ। তারপরও প্রেমিক হৃদয়ের তরুণ-তরুণীরা ঘর ছেড়ে আজ বাহিরে বের হয়ে ঘুরে বেড়াবেন এমনটা প্রত্যাশা ফুল বিক্রেতাদের। 















সর্বশেষ সংবাদ
স্ত্রীসহ সাবেক এমপি বাহারের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ
৫ দফা দাবি আদায়ে কুমিল্লায় ইন্টার্ণ চিকিৎসকদের কর্মবিরতি - ভোগান্তিতে রোগী ও স্বজনরা
তাওবা ও ক্ষমা
কুমিল্লায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার
কুমিল্লায় বিদেশী পিস্তলসহ দুই ডাকাত গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
স্ত্রীসহ সাবেক এমপি বাহাউদ্দিনের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ
কুমিল্লায় সর্প দংশনে এক যুবক নিহত
চাঁদাবাজির অভিযোগে দেবিদ্বারের দুই ভুয়া সাংবাদিক খাগড়াছড়িতে গ্রেপ্তার
‘ফারজানা’ কাউন্টারে তালা ঝুলিয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধরা
‘বিয়ের জন্য চাপ দেয়ায় খুন!’ গ্রেপ্তার ২
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২