বুধবার ১২ মার্চ ২০২৫
২৮ ফাল্গুন ১৪৩১
নেইমারের প্রতিপক্ষ বাংলাদেশ মাতিয়ে যাওয়া রবসন
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১:০৫ এএম আপডেট: ১৮.০২.২০২৫ ২:১৪ এএম |


 নেইমারের প্রতিপক্ষ বাংলাদেশ মাতিয়ে যাওয়া রবসন

কোভিড পরবর্তী সময়ে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে অনেকেই এসেছেন বসুন্ধরা কিংসের সুবাদে। বিশ্বকাপে খেলা ড্যানিয়েল কলিন্দ্রেস পর্যন্ত এসেছিলেন বসুন্ধরার সুবাদে। তবে একজন রবসন রবিনিয়ো যেভাবে ফুটবলের নেশায় বুঁদ করেছেন বাংলাদেশের ভক্তদের সেটা ছিল অনন্য। 
২০২০-২১ মৌসুমে রবসন বসুন্ধরা কিংসে যোগ দেন। আক্রমণভাগের এই ফুটবলার নিয়মিত খেলেছেন। অনেক ম্যাচও জিতিয়েছেন। লিগ শিরোপা জয় করেছেন। দলের অধিনায়ক ছিলেন। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন রবসন। কিন্তু পারিশ্রমিক জটিলতায় বাংলাদেশ অধ্যায়টা বড় করা হয়নি তার। 
গতরাতে নেইমারের সান্তোস ক্লাবের বিরুদ্ধে আগুয়া সান্তা ক্লাবের হয়ে ৭৭ মিনিটে ২১ নাম্বার জার্সিতে মাঠে নেমেছিলেন বাংলাদেশ মাতিয়ে যাওয়া এই রবসন। আগুয়া সান্তা ক্লাব থেকেই বসুন্ধরায় এসেছিলেন। আবার সেখানেই ফিরেছেন। ম্যাচে ডিবক্সের ঠিক বাইরে থেকে গোলে শটও নিয়েছিলেন। আচমকা সেটা দেখলে বসুন্ধরা আর বাংলাদেশ ফুটবলের ভক্তরা হয়ত খানিক নস্টালজিয়াতেও ভুগতে পারেন। 
ম্যাচটা অবশ্য আগুয়া সান্তা জেতেনি। নেইমারের নৈপুণ্যে জয় পেয়েছে সান্তোস। ৩-১ ব্যবধানে জয়ে ১৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন নেইমার। এটি ৫০৩ দিন পর তার প্রথম গোল। 
সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপের ম্যাচে নেইমার গোলের পাশাপাশি অ্যাসিস্টও করেছেন। প্রথমার্ধেই লিড দ্বিগুণ করেছেন থাসিয়ানো। আর ৭০ মিনিটে নেইমারের অ্যাসিস্টে গোল করেন গুইলেমে।












সর্বশেষ সংবাদ
স্ত্রীসহ সাবেক এমপি বাহারের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ
৫ দফা দাবি আদায়ে কুমিল্লায় ইন্টার্ণ চিকিৎসকদের কর্মবিরতি - ভোগান্তিতে রোগী ও স্বজনরা
তাওবা ও ক্ষমা
কুমিল্লায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার
কুমিল্লায় বিদেশী পিস্তলসহ দুই ডাকাত গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
স্ত্রীসহ সাবেক এমপি বাহাউদ্দিনের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ
কুমিল্লায় সর্প দংশনে এক যুবক নিহত
চাঁদাবাজির অভিযোগে দেবিদ্বারের দুই ভুয়া সাংবাদিক খাগড়াছড়িতে গ্রেপ্তার
‘ফারজানা’ কাউন্টারে তালা ঝুলিয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধরা
‘বিয়ের জন্য চাপ দেয়ায় খুন!’ গ্রেপ্তার ২
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২