দেশব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্যকর্মশালা জেলা শিল্পকলা একাডেমি কুমিল্লার প্রযোজনায়
মুনীর চৌধুরী ১ম জাতীয় নাট্যোৎসব উপলক্ষে
কুমিল্লায় মঞ্চায়ন হলো নাটক "বিরাম চিহ্ন"।
মাশকুরা
রহমান রিদম এর রচনা ও নির্দেশনায় সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায়
কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে "বিরাম চিহ্ন" মঞ্চায়িত হয়।
এতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট মাহফুজা
মতিন। জেলা কালচারাল অফিসার মোঃ ফয়জুল্লাহ এর সভাপতিত্বে ও মাহাতাব সোহেল
এর সঞ্চালনায় উপস্থিত ছিলে সাবেক জেলা কালচারাল অফিসার বশিরুল আনোয়ার,
নাট্যবৃক্তিতৃব এডভোকেট শহিদুল হক স্বপন, মাহফুজুর রহমান বাবুল, জাসাস জেলা
কমিটির যুগ্ন আহবায়ক ইশতিয়াক আহমেদ পল্লব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
কুমিল্লা জেলা কমিটির আহবায় সাকিব হোসেনসহ অন্যন্য নেতৃবৃন্দ এবং কুমিল্লার
বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।