জামায়াতের ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তি অথবা আপনাদের বিদায় নিতে হবে- বর্তমান সরকারের প্রতি এমন হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আজহারুল ইসলামের রায় বাংলাদেশের ট্রাইব্যুনাল কিংবা সুপ্রিম কোর্ট থেকে ঘোষিত হয় নি। এই রায় ঘোষনা হয়েছে মোদি সরকারের গোপন অন্ধকার কক্ষ থেকে। মতিউর রহমান নিজামীর ফাঁসি হয়েছে ভারতের সিদ্ধান্তে। কামরুজ্জামানের ফাঁসি হয়েছে ভারতের সিদ্ধান্তে। আমাদের সকল নেতার ফাঁসি জেল জুলুম সবই শেখ হাসিনার মাধ্যমে ভারত বাস্তবায়ন করেছে। আমরা ভারতকে মানি না। আমরা মানি বাংলাদেশকে । আমরা মাত্র আন্দোলন শুরু করেছি। ভালোয় ভালোয় আজহারুল ইসলামকে ছেড়ে দিন । না হয় আপনাদের বিদায় নিতে হবে, অথবা অবিলম্বে আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে।
আজ মঙ্গলবার বিকাল ৩টায় কুমিল্লা টাউন হল মাঠে জামায়াতের নিবন্ধন পুনর্বহালের ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে কুমিল্লা মহানগরী জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এ সরকারের ভেতরে ভারতের দালাল ঢুকে গেছে বলে মন্তব্য করে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা চেয়েছিলাম যেন এই সরকারের বিরুদ্ধে বক্তব্য দিতে না হয়, কারণ এই সরকারকে আমরাই বসিয়েছি। কিন্তু আমরা দেখছি এই সরকারের ভেতরও ভারতীয় ভূতের আছর আছে। এই সরকারের ভেতরেও ভারতের দালাল ঢুকে পড়েছে। সুতরাং যারা এখনো ষড়যন্ত্র করে ভারতের আধিপত্যবাদ টিকিয়ে রাখার চেষ্টা করবেন- তাদের পরিনতি শেখ হাসিনার চেয়ে জঘন্য হবে।
কুমিল্লা মহানগরী জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগরী নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন,অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন,দক্ষিণ জেলা সেক্রেটারি ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী,উত্তর জেলা নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার,সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি ইউসুফ ইসলাহী,কুমিল্লা মহানগরী শিবির সভাপতি হাছান আহমেদ প্রমুখ।
সমাবেশ শেষে টাউন হল থেকে বিক্ষোভ মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।বিক্ষোভ মিছিলে আরও অংশগ্রহণ করেন মহানগর জামায়াতে সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল,মোশারফ হোসাইন,নাছির আহম্মেদ মোল্লা,দক্ষিন জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।