জাতীয়
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে বৃহত্তর কুমিল্লা (কুমিল্লা,
চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার) ক্যাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা আজ
বুধবার (১৯ ফেব্রুয়ারি) কুমিল্লা টাউন হলে বেলা ১১ ঘটিকার সময় অনুষ্ঠিত
হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ
অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।
এতে বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত থাকবেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার, পুলিশ সুপার
মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মো. সারোয়ার
আকবর, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় নির্বাহী পরিষদের
সভাপতি জামিল চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ
(ক্যাব) কুমিল্লা জেলা কমিটির সভাপতি হাছান ইমাম মজুমদার ফটিক। (ক্যাব)
কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী মাসউদ আলম দৈনিক কুমিল্লার
কাগজকে মতবিনিময় সভার বিষয়টি নিশ্চিত করেছেন।