নিজস্ব
প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কুমিল্লা দক্ষিণ জেলা ও
কুমিল্লা মহানগরের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। স্বেচ্ছাসেবক
দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব হাসান
স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে। গত ১৭ ই ফেব্রুয়ারি এই কমিটির
আংশিক নাম ঘোষণা করা হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের
আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ মেরাজ ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব
পেয়েছেন আনোয়ার হোসেন। সিনিয়র যুগ্ম আহবায়ক হয়েছেন ইমাম হোসেন ফারুক। এই
কমিটি ঘোষনার দশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্র পাঠানোর নির্দেশ দেয়া
হয়েছে তাদেরকে।
নতুন সদস্য সচিব আনোয়ার হোসেন জানান, আমরা আগামী ১০
দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করে কেন্দ্র পাঠাবো। ২৭ তারিখের
মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি পাঠানো হবে। আশা করি কেন্দ্র যোগ্যদের
মূল্যায়ন করবে।
এদিকে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের
দায়িত্ব পেয়েছেন আমিরুল পাশা সিদ্দিকী রাকিব এবং সদস্য সচিব হয়েছেন এ কে এম
শাহেদ পান্না। সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন জহিরুল ইসলাম মহরম।
এই আহবায়ক কমিটির সদস্যদের কেও দশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নাম
কেন্দ্রে পাঠানো নির্দেশ দেয়া হয়েছে।