শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫
১০ ফাল্গুন ১৪৩১
কুমিল্লায় বিএনপির জনসভায় চৌদ্দগ্রামের নেতাকর্মীদের বিশাল শোডাউন
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩৩ এএম আপডেট: ১৯.০২.২০২৫ ১:৫১ এএম |


 কুমিল্লায় বিএনপির জনসভায় চৌদ্দগ্রামের  নেতাকর্মীদের বিশাল শোডাউন
চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির জনসভায় জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে জনসভায় কেন্দ্রীয়, জেলা ও মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার দুপুর ২টায় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদল, মৎস্যজীবীদল, শ্রমিকদল ও মহিলাদলের নেতাকর্মীরা মোটর সাইকেল, মাইক্রোবাস ও বাসযোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার  গিয়ে উপস্থিত হয়। এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাহাব উদ্দিন ফরায়েজী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী, পৌরসভা বিএনপির আহবায়ক হারুন অর রশীদ মজুমদার, সদস্য সচিব শরীফুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, অর্থ সম্পাদক খন্দকার আল আমিন খোকন, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মোঃ জোবায়ের, সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক আশিকুর রহমান, সদস্য সচিব বদিউল আলম নোমান খাঁ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ, রফিকুল ইসলাম শামীম, উপজেলা কৃষকদলের আহবায়ক শাহ আলম, তাঁতীদলের সভাপতি ইব্রাহিম খলিল, মৎসজীবিদলের আহবায়ক আবদুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি খোরশেদ আলম, উপজেলা ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ, ফখরুল হাসান প্রমুখ।
চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা বলেন, অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে চৌদ্দগ্রামের বিপুল সংখ্যক নেতাকর্মী কুমিল্লার জনসভায় অংশগ্রহণ করেছে। বিএনপি এখন ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে শক্তিশালী।













সর্বশেষ সংবাদ
মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো ৪৫ বাংলাদেশিকে
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন
কুমিল্লা সরকারি কলেজে যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
শাহরাস্তিতে প্রশাসনের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আলুর দরপতন নিয়ে শঙ্কিত কুমিল্লার কৃষক
কুমিল্লার আবুল ফজল মীরসহ ১৮’র নির্বাচনে দায়িত্বে থাকা ৩৩ সাবেক ডিসিকে ওএসডি
আজ লাকসামে আসছেন মির্জা ফখরুল
কুমিল্লা মহানগর বিএনপির কাউন্সিল তিন পদেই একক প্রার্থী
অনিশ্চয়তায় না রেখে দ্রুত নির্বাচন দিন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২