ছয়টি
নতুন রেকর্ড আর বাংলাদেশ নৌবাহিনীর শ্রেষ্ঠত্বে শেষ হলো ৪৮তম জাতীয়
অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। বুধবার জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার শেষ দিনে
হয়েছে দুটি নতুন রেকর্ড। প্রথম দিনে একটি ও দ্বিতীয় দিনে তিনটি নতুন জাতীয়
রেকর্ড হয়েছিল।
দলীয়ভাবে বাংলাদেশ নৌবাহিনী তাদের শ্রেষ্ঠত্ব ধরে
রেখেছে। ২১ স্বর্ণ, ১৭ রৌপ্য ও ১২ তাম্র পদক পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
দ্বিতীয় হওয়া বাংলাদেশ সেনাবাহিনী পেয়েছে ১৯টি করে স্বর্ণ, রৌপ্য ও তাম্র।
এই
দুই প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো সংস্থা স্বর্ণের মুখ দেখেনি। তিনটি করে
রৌপ্য ও তাম্র পেয়েছে বিকেএসপি এবং বাংলাদেশ জেল পেয়েছে একটি করে রৌপ্য ও
তাম্র। চারটি তাম্র পেয়ে বাংলাদেশ বিমানবাহিনী ও একটি করে তাম্র পেয়ে খুলনা
ও বাংলাদেশ আনসার পদক তালিকায় নাম তুলেছে।
সেরা পুরুষ খেলোয়াড় হয়েছেন
৪০০ মিটার হার্ডলসে রেকর্ড গড়ে স্বর্ণ জেতা বাংলাদেশ সেনাবাহিনীর নাজিমুল
হাসান রনি ও নারী সেরা খেলোয়াড় হয়েছে একই ইভেন্ডে রেকর্ড গড়ে স্বর্ণ জেতা
বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষা খাতুন।
শেষ দিনে সবার নজর ছিল ২০০ মিটার
স্প্রিন্টে। ছেলেদের এই ইভেন্ট বাজিমাত করেছেন বাংলাদেশ নৌবাহিনীর রাকিবুল
হাসান। প্রথম দিন ১০০ মিটারে শেষ মূহূর্তে শরীরের ভারসাম্য হারিয়ে
স্বর্ণবঞ্চিত হয়েছিলেন। ২০০ মিটারে ঠিকই স্বর্ণ নিয়ে ঘরে ফিরেছেন তিনি।
২১.৩৯ সেকেন্ড সময় নিয়েছেন রাকিব। একই প্রতিষ্ঠানের জহির রায়হান দ্বিতীয়
হয়েছেন ২১.৭৬ সেকেন্ড সময় নিয়ে।
মেয়েদের ২০০ মিটারে স্বর্ণ জিতেছেন
ট্র্যাকের রানী শিরিন আক্তার। বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলেট ২৪.৭৪
সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন। দ্বিতীয় হয়েছেন একই দলের সুমাইয়া দেওয়ান।
তিনি সময় নিয়েছেন ২৪.৮৪ সেকেন্ড।.