শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫
১০ ফাল্গুন ১৪৩১
জয় দিয়ে দ্বিতীয় পর্ব শুরু মোহামেডানের
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০৪ এএম |


জয় দিয়ে দ্বিতীয় পর্ব শুরু মোহামেডানের

ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান ফেডারেশন কাপ থেকে বিদায় নিলেও প্রিমিয়ার লিগে এককভাবে শীর্ষে রয়েছে। প্রথম লেগের শেষ ম্যাচে দুর্বল ফকিরেরপুলের বিপক্ষে হেরে মোহামেডানের ছন্দপতন হয়েছিল। তবে তিন সপ্তাহ পর শুরু হওয়া দ্বিতীয় লেগের প্রথম ম্যাচে জয় পেয়েছে মোহামেডান। 

আজ (শুক্রবার) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মোহামেডান ৩-০ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে। উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফফরভ, রহিম উদ্দিন ও মালির ফরোয়ার্ড অধিনায়ক সুলেমান দিয়াবাতে একটি করে গোল করেছেন। এই জয়ে ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল আলফাজ আহমেদের দলটি।
জয় দিয়ে দ্বিতীয় পর্ব শুরু মোহামেডানের
কিংস অ্যারেনায় দিনের আরেক ম্যাচে রহমতগঞ্জকে ৩-১ গোলে হারিয়েছে ফর্টিজ এফসি। জয়ী দলের হয়ে জোড়া গোল করেন গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর। ম্যাচে হারলেও ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রহমতগঞ্জ। এক পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ স্থানে সমান ম্যাচ খেলা ফর্টিজ।
দ্বিতীয় লেগ শুরুর দিন আজ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ১০ জনের পুলিশ এফসির কাছে ১-০ গোলে হার নিয়ে মাঠ ছেড়েছে ব্রাদার্স ইউনিয়ন। যেখানে ৮৮ মিনিটে মিডফিল্ডার অনিক হোসেন সরাসরি লালকার্ড দেখে মাঠ ছাড়েন। এই জয়ে ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সাতে রয়েছে পুলিশ। ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চমে গোপীবাগের দল ব্রাদার্স।
আগামীকাল (শনিবার) বাংলাদেশ প্রিমিয়ার লিগের দুটি ম্যাচ রয়েছে। কালকের রাউন্ড শেষে জাতীয় দলের জন্য আবার লিগের বিরতি। দ্বিতীয় লেগের দ্বিতীয় রাউন্ড ঈদের পর এপ্রিলে শুরু হবে। এরই ভেতর মধ্যবর্তী দলবদল হবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশে এবারই প্রথম দলবদলের মধ্যে খেলা চলবে।












সর্বশেষ সংবাদ
মনোহরগঞ্জের নাথেরপেটুয়ায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মেট্রো শাখা উদ্বোধন
মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে হেডমাস্টার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বিগত ১৫ বছর আলেমরা সত্য কথা বলতে পারেননি
ব্র্যাক ব্যাংক সিটি সুগার ইন্ডাস্ট্রিজের জন্য মর্টগেজ-ব্যাকড জিরো কুপন বন্ডের মাধ্যমে ১,৫০০ কোটি টাকা উত্তোলনের দায়িত্ব পেল
দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়াতেই পারল না আফগানিস্তান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নগরীর শাকতলা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রবীণ বিএনপি নেতা আব্দুল হক আর নেই
কুমিল্লা মহানগর বিএনপির কাউন্সিল তিন পদেই একক প্রার্থী
রাতের আঁধারে ভেঙে ফেলা হলো শহীদ মিনার
চলন্ত বাসে ডাকাতির ভয়ংকর বর্ণনা দিলেন যাত্রীরা
অনিশ্চয়তায় না রেখে দ্রুত নির্বাচন দিন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২