বাংলাদেশ
ডেন্টাল হেলথ সোসাইটি কুমিল্লা জেলা শাখার নতুন ৪১ সদস্য বিশিষ্ট কমিটি
গঠন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি সকাল ১১টায় কুমিল্লা শহরের ফান টাউনে
অনুষ্ঠিত সাইন্টিফিক সেমিনারের পর আলোচনা সভার মাধ্যমে সকলের মতামতের
ভিত্তিতে আগামী তিন বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয়
সভাপতি মোঃ হারুন অর রশিদ (আওরঙ্গ)। এছাড়া সংগঠনের মহাসচিব মোহাম্মদ খালেদ
মোছান্নাহ, ভাইস প্রেসিডেন্ট মোঃ রিয়াজ উদ্দিন মিঠু, যুগ্ম মহাসচিব মোঃ
নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, রাজশাহী বিভাগীয় প্রেসিডেন্ট
মোঃ তরিকুল ইসলাম, উপ-আইন সম্পাদক জনাব মহসিন খান, আইটি সম্পাদক মোহাম্মদ
খুরশেদ আলম, এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য নোমানসহ সংগঠনের
অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির সদস্যরা আগামী তিন বছর কুমিল্লা জেলার ডেন্টাল স্বাস্থ্য উন্নয়নে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।