সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫
১২ ফাল্গুন ১৪৩১
জাতীয় কমডেকায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউট গ্রুপের বাজিমাত
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৪১ এএম |



 জাতীয় কমডেকায় কুমিল্লা ভিক্টোরিয়া  কলেজ রোভার স্কাউট গ্রুপের বাজিমাত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ স্কাউটস এর আয়োজনে সপ্তাহব্যাপি ৭ম জাতীয় কমিউনিটি ডেভোলাপমেন্ট ক্যাম্প (কমডেকা) ২০২৫ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের দুইটি ইউনিট ( ছেলে ও মেয়ে) অংশগ্রহণ করে।
এতে ইতিমধ্যে অনুষ্ঠিত বিভিন্ন চ্যালেঞ্জ-বিপি পিটি, তাঁবুকলা, কমিউনিটি ডেভোলাপমেন্ট ভিলেজে গৌরব পতাকাসহ সেরা স্থান অর্জন করে। 
এ ছাড়া ও ইয়ূথ পার্লামেন্টের মূলমঞ্চে কেন্দ্রীয় বিতর্কে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সিনিয়র রোভার মেট নাজমুস সাকিব বিন মোস্তফা চূড়ান্ত পর্বের বিতর্কের জন্য মনোনীত হয়।
গতকাল রবিবার কমডেকার মূল এরিনায় গৌরব পতাকা ও সম্মাননা স্বারক প্রাপ্তির পরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রথম প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্ত ও বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের পরিচালক মোহাম্মদ আবুল খায়ের এলটি, কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কমডেকা তথ্য সহকারী সমন্বয়ক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন সিএএলটি আনন্দঘন পরিবেশে মিলিত হন। 
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের এ অর্জনে আবুল খায়ের বলেন, গৌরব ও ঐতিহ্যের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ কমডেকায় তাদের বিভিন্ন চ্যালেঞ্জে ধারাবাহিক অর্জনে আমি অভিভূত, কলেজ কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় আগামী দিনেও স্কাউট আন্দোলনে তথা যোগ্য সুনাগরিক তৈরিতে ভিক্টোরিয়া কলেজ রোভারা আগ্রনী ভূমিকা রাখবে। 
কুমিল্লা জেলা রোভারের সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন অভিনন্দন জানিয়ে বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের কমডেকার অর্জন কুমিল্লা জেলা রোভারকে সমৃদ্ধ ও আলোকিত করেছে, এই অর্জনের অংশীদার ভিক্টোরিয়া কলেজ পরিবার তথা গ্রুপ কমিটির সভাপতি অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা, গ্রুপ সম্পাদক ও রোভার স্কাউট লিডার গোলাম জিলানী ও সহকারী রোভার স্কাউট লিডার মু. খালেদ সাইফুল্লাহ, সিনিয়র রোভার মেট নাজমুস সাকিব বিন মোস্তফা ও গার্ল ইন সিনিয়র রোভার মেট জান্নাতুল ফেরদৌসসহ রোভারবৃন্দের।
কমডেকায় অংশগ্রহণকারী রোভাররা হলেন সিনিয়র রোভার মেট নাজমুস সাকিব বিন মোস্তফা, গার্ল ইন সিনিয়র রোভার মেট জান্নাতুল ফেরদৌস, রোভার মেট সাজ্জাদ হোসাইন, মো. ফয়সাল, সহকারী রোভার মেট শারমিন ইসলাম শান্তা, জোনাকি আক্তার, মো. সাকিব হাসান, মো. আশারাফুল ইসলাম, রোভার মোবারক হোসেন সিয়াম, আব্দুর রউফ সিকদার, মো. ইয়াসিন মিয়া, মো. ইউসুফ, মেহেদী শুভ, গার্ল ইন রোভার আনিকা তাবাচ্ছুম রিয়া, মারিয়া আক্তার, আফরোজা আফরিন, সোহানা, তায়েবা। সিরাজগঞ্জের হার্টপয়েন্টে অনুষ্ঠিত সপ্তম জাতীয় কমডেকায় সমগ্র দেশের কলেজ, বিশ্ববিদ্যালয় ও মুক্ত রোভার স্কাউট দলের মাধ্যমে ৪টি ভিলেজে ৮টি সাব-ক্যাম্পে ৩৯০টি ইউনিট অংশগ্রহণ করে।
এবারের কমডেকায় কর্মকর্তা, রোভার স্বেচ্ছাসেবক, রোভার ও গার্ল ইন রোভারসহ পাঁচ হাজারের অধিক অংশগ্রহণ করেন। 
কমডেকায় চলাকালীন সময়ে রোভারা আলোকিত সমাজ কার্যক্রমের অংশ হিসেবে বৃক্ষ রোপন, রাস্তা মেরামত, সেনিটেশন তৈরি, বীজ বিতরণ, জনসচেতনতা তৈরি করে।
বির্তক, ক্যারিয়ার প্ল্যানিং, ফিল্যান্সিং, ওয়াটার এক্টিভিটিজ, হাইকিং, অবস্ট্যাকল, ফান এন গেইম, তাঁবু জলসা ইত্যাদি আর্কষনীয় চ্যালেঞ্জ ছিল।
 কমডেকাটি আনুষ্ঠানিকভাবে আগামী ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টায় সমাপ্ত হবে।
 












সর্বশেষ সংবাদ
ডিসেম্বরে নির্বাচনের টার্গেট নিয়েই তফসিল ঘোষণা: ইসি আনোয়ারুল
কুমিল্লার আদালতে বাদীকে পেটাল আসামিরা, আটক ২
ইলন মাস্ককে বাংলাদেশে আমন্ত্রণ প্রধান উপদেষ্টার
কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ
জাতীয় কমডেকায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউট গ্রুপের বাজিমাত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা আদালতে মামলার বাদীকে পিটিয়ে হাসপাতালে পাঠালো আসামীরা, আটক দুই জন
তারেক রহমানকে প্রধানমন্ত্রী না করার ষড়যন্ত্র চলছে
চট্টগ্রামে পিস্তলসহ নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেফতার
বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি কুমিল্লা জেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
কুমিল্লার আদালতে বাদীকে পেটাল আসামিরা, আটক ২
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২