একের পর এক জনপ্রিয় সব গানে লন্ডনের দর্শকদের মাতিয়ে তুলেছেন বাংলাদেশের বরেণ্য সঙ্গীতশিল্পী আসিফ আকবর। দেড়যুগেরও বেশি সময় পর লন্ডনের রয়েল রিজেন্সি হলে অনুষ্ঠিত হওয়া কনসার্টে তার গানের সুরের মূর্ছনায় মুগ্ধ হয়েছেন দর্শক-শ্রোতারা। এ সময় প্রতিটি গানের সুরে ও শ্রোতা-দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে গোটা রয়েল রিজেন্সি হল। শ্রোতাদের উচ্ছ্বাসের সঙ্গে তাল মিলিয়ে চিরচেনা ঢঙ্গে আসিফ গাইতে থাকেন তার শ্রোতাপ্রিয় সব গান।
লন্ডন সময় রাত সাড়ে ৮টায় যখন মঞ্চে আসেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর; তখন দর্শকদের উচ্ছ্বাস তুঙ্গে । ‘সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল- তুমুল জনপ্রিয় এই গানের মাধ্যমে তিনি শুরু করেন বহুল আলোচিত লন্ডন ভ্যালেন্টাইন কনসার্ট। এরপর একে একে পরিবেশন করেন ‘ ভালোবাসা মানে নীল প্রজাপতি’, ‘ স্বপ্ন তুমি সত্যি তুমি’, উরু মেঘ তোর মনে আমি লাগাম দেবো’, ‘ জীবন মানে বহতা নদী’, তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারবো না’ সহ দর্শক শ্রোতাদের কাছে জনপ্রিয় প্রায় সব গান। লন্ডনের রয়েল রিজেন্সি হলে আইঅন টিভি আয়োজিত এ কনসার্টে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। এ সময় আসিফ আকবর দর্শক-চাহিদা মাথায় রেখে বেশ কয়েকটি মেলোডি গানও পরিবেশন করেন। কনসার্টে উপস্থিত নানা বয়সী আসিফিয়ানরা তার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে গানগুলো উপভোগ করেন। এক পর্যায়ে আসিফ যখন তার আইকনিক ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানটি শুরু করেন তখন দর্শকদের উচ্ছ্বাসের মাত্রা বেড়ে যায় কয়েকগুণ। এসময় আসিফের সাথে দর্শকরাও গলা মিলিয়ে গাইতে থাকেন দেশের সঙ্গীতাঙ্গণে ইতিহাস সৃষ্টি করা এই গান।
লন্ডনের হাউস অফ কমন্সের হলে অতি সম্প্রতি বাংলা গানের যুবরাজ আসিফ ও উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী পদ্মশ্রী অনুরাধা পরোয়ালের ‘চিরদিনের জীবন সঙ্গীনি’ গানটি অবমুক্ত উপলক্ষ্যে লন্ডনে আয়োজন করা হয় আসিফের বড় কনসার্ট। গত বছর ইউরোপের ইতালী ও পর্তুগালে কনসার্টের পর এবার লন্ডনে কনসার্ট করলেন আসিফ। লন্ডনে নিয়মিত আসা-যাওয়া থাকলেও দেড় যুগের পর আয়োজিত কনসার্টটির অন্যরকম তাৎপর্যপূর্ণ ছিল।
কনসার্ট চলাকালে পুরোটা সময়জুড়ে দর্শকরা আনন্দের সাথে উপভোগ করেন আসিফের একেরপর এক পরিবেশনা। তার এই সুরেলা পরিবেশনার সময় হলজুড়ে দর্শকদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে । সব শেষে আসিফ পরিবেশন করে সেই জনপ্রিয় গান ‘বেশ বেশ বেশ সাবাশ বাংলাদেশ।’ তার এই পরিবেশনার পর অন্যরকম সুরের আবহ নিয়ে শেষ বহুল প্রত্যাশিত লন্ডনের কনসার্ট। আনন্দ-চিত্তে বাড়ি ফেরেন গানপ্রিয় দর্শকরা।