নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা
পাঠশালা কলেজে তারুণ্যের পিঠা উৎসব আয়োজন করা হয়েছে। সোমবার (২৪
ফেব্রুয়ারি) নিশ্চিন্তপুর কলেজ ক্যাম্পাসে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, আলহাজ্ব নূর মিয়া ডিগ্রি কলেজের
সহকারী অধ্যাপক মো. আলী মজুমদার। কুমিল্লা পাঠশালা কলেজ অধ্যক্ষ মো. সাইফুল
ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সমাজকর্মী ও এনএবি ফাউন্ডেশনের
প্রতিষ্ঠাতা মো. কামাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতার
কুমিল্লা সংবাদদাতা আবু সুফিয়ান, কুমিল্লা মহানগর ব্লাড ডোনার্স ক্লাবের
আইন বিষয়ক সম্পাদক মোঃ আরিফুর রহমান, কুমিল্লা পাঠশালা কলেজের সাধারণ
সম্পাদক আবুল কালাম রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে মো. আলী মজুমদার
বলেন, পিঠা বাঙালি জীবনের অংশ। গ্রামীণ পিঠা দিনদিন হারিয়ে যাচ্ছে। তারুণ্য
মেলায় পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এ আয়োজন প্রতিবছর করা হোক।
অধ্যক্ষ
মো. সাইফুল ইসলাম বলেন, কুমিল্লা পাঠশালা কলেজ ২০১৪ সালে যাত্রা শুরু করে।
আমরা শিক্ষা-সাংস্কৃতি-ক্রীড়া বিষয়ে সমান্তরাল ভাবে এ প্রতিষ্ঠানকে এগিয়ে
নিতে চাই। আজকের আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী সবাইকে ধন্যবাদ।