কুমিল্লার
বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২৪-২৫ বার্ষিক ক্রিড়া
প্রতিযোগিতার বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
হয়েছে।
২৪ ফেব্রুয়ারী বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং।
প্রধান
শিক্ষক মোঃ মেধাদ উদ্দিনের সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা
শিক্ষা অফিসার রতন কুমার সাহা, বিদ্যালয়ের দাতা সদস্য হাজী জুনাব আলী,
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ইলিয়াছ আহমদ, সাবেক ম্যানেজিং
কমিটির সদস্য ও ইউপি চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, আঞ্চলিক স্কাউট এর
সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ আখতারুজ্জামান প্রমুখ।
বিদ্যালয়ের শিক্ষক কুহিনূর কবিতা সঞ্চালনায় অনুষ্ঠান প্রাণবন্ত করে তুলেন।
আলোচনা সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই, শিক্ষা উপকরণ সহ নানাহ উপহার হাতে তুলে দেন প্রধান অতিথি নু এমং মারমা মং।
বিদ্যালয়ের
দাতা পরিবার, সাবেক ও বর্তমান শিক্ষক, বর্তমান ম্যানেজিং কমিটি সাবেক সকল
ম্যানেজিং কমিটির সদস্য ও উপস্থিত অভিভাবকদের উপহার হাতে তুলে দেন
অনুষ্ঠানের অতিথিরা।
পরে আপ্যায়নের মাধ্যমে সকলকে বিদায়ী সংবর্ধনা দেন বিদ্যালয়ের কর্তৃপক্ষ।
প্রাণবন্ত অনুষ্ঠানটি শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা দেখে নির্বাহী অফিসার শিক্ষক ও কমিটিবৃন্দকে অভিনন্দন জানান।