কুমিল্লা প্রতিনিধি :
প্রেমের
টানে কুমিল্লার এক প্রেমিকের কাছে ছুটে এসেছেন চেকপ্রজাতন্ত্রে বাস করা এক
ইউক্রেনীয় নারী। ৫০ বছর বয়সী ওই নারী নাম সালো নাদিয়া। পরে নোটারী
পাবলিকের মাধ্যমে মোতাসিন বিল্লাহ নামের ৬৩ বছর বয়সী প্রেমিককে বিয়ে করেন
তিনি। গত ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন সালো নাদিয়া। ২৫ ফেব্রুয়ারি তাদের
বিয়ে হয়।
প্রেমিক মোতাসিন বিল্লাহ কুমিল্লা নগরীর চর্থা বড় পুকুর পাড়
এলাকার মৃত আব্দুল হালিম চৌধুরীর ছোট ছেলে। তিনি একজন ব্যবসায়ী। নাদিয়াকে
নিয়ে নিজের ফ্ল্যাটে বসবাস করছেন তিনি।
শনিবার (১ মার্চ) সকালে মোতাসিন
বিল্লাহ সাংবাদিকদের বলেন, সালো নাদিয়া পেশায় একজন সাইকোলজিস্ট। ২০১৯ সালে
তার সঙ্গে আমার প্রথম পরিচয় ফেসবুকে। এরপর চ্যাটিং শুরু হতে হতে আমাদের
সম্পর্ক গভির হয়। এক পর্যায়ে প্রথম আমিই তাকে প্রেম নিবেদন করি। নাদিয়াও
তাতে সাড়া দেন। এরপর আমরা দুজন সিদ্ধান্ত নেই বিয়ে করব। সেই সূত্রে গত ১৯
ফেব্রুয়ারি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন নাদিয়া। এরপর
২৫ ফেব্রুয়ারি আমাদের বিয়ে হয়।
নাদিয়া ইউক্রেনের নাগরিক হলেও সে গত ১৫
বছর ধরে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে বসবাস করেন এবং সেখানে একটি
সাইকোলোজিস্ট হাসপাতালে মানুষকে চিকিৎসাসেবা দিচ্ছেন। নাদিয়া ইউক্রেনীয় এবং
স্প্যানিশ ভাষায় কথা বললেও ইংরেজি ভাষাও জানে। তার সঙ্গে আমার ইংরেজি
ভাষায় কথা হয়। তবে সে বালা শিখার চেষ্টা করছে।
মোতাসিন বিল্লাহ আরও
বলেন, নাদিয়া খুবই ভালো একজন বড় মনের মানুষ। সে বাংলাদেশকে খুব পছন্দ করে।
তবে বাংলাদেশের জলবায়ু এবং জনসংখ্যা নিয়ে তার কিছুটা আপত্তি আছে। বাংলাদেশি
পোশাক তার প্রিয়। কুমিল্লার রসমলাইও তার। অতিরিক্ত ঝাল দিয়ে রান্না তার
পছন্দ না। কয়েকদিন বাংলাদেশে থেকে আবার চেকপ্রজাতন্ত্রে ফিরে যাবে। সেখানে
যাওয়ার পর আমার ভিসার জন্য চেষ্টা করবে। আমি যাওয়া আসার মধ্যে থাকবো। সে-ও
বাংলাদেশে যাওয়া-আসার মধ্যে থাকবে। আমারদের দাম্পত্য জীবন সুখ-সমৃদ্ধির
সকলের কাছে দোয়া চাই।
সালো নাদিয়া জানান, তিনি চেক রিপাবলিকে চাকুরী
সূত্রে ১৫ বছর কাটিয়েছেন। বাংলাদেশে অতিরিক্ত জনসংখ্যা এবং বায়ু দূষণ বেশী।
তবে কুমিল্লার গোমতীনদী, ধর্মসাগর ভালো লেগেছে। তিনি আরো জানান, বাংলাদেশী
পোষাক তার প্রিয়। তিনি রসমলাই খেতে পছন্দ করেন। তবে বাংলাদেশের অতিরিক্ত
ঝাল দিয়ে রান্না তার ভালো লাগে না।
এদিকে কুমিল্লার ব্যবসায়ী মোতাসিনের সাথে ইউক্রেনীয় নারী নাদিয়ার বিয়ের খবর ছড়িয়ে পড়লে কুমিল্লাজুড়ে বেশ আলোচনার সৃষ্টি হয়।