গত
৭ মার্চ ইতিবৃত্ত সংসদের কুমিল্লার ভার্চুয়াল ফান টাউনে ইফতার আয়োজন
সম্পন্ন হয়। গীতিকার, সুরকার, শিল্পী ও কলাকৌশলীদের নিয়ে ইতিবৃত্ত সংসদের
সভাপতি অধ্যাপক মজিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী ফারহান মোস্তাফিজ
আনসারীর সঞ্চালনায় পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বি এম এ কুমিল্লা জেলার সাবেক সভাপতি
ডা. মু. ইকবাল আনোয়ার এবং বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন বাচিক শিল্পী ও
নজরুল গবেষক নির্ঝর আহমেদ প্লাবন ও বিশিষ্ট নাট্যকার জনাব আবু আকমান মাসুদ
এবং বিশিষ্ট গীতিকার ও সুরকার সুলতান মু. ইলিয়াস শাহ ও মু. এমদাদুল হক মিলন
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাট্যকার কাজী ইফতেখার হোসেন রুবেল, নাট্যকার
ফেরদৌস সায়েম ভূইয়া, শিল্পী জয়নাল আবেদিন রনি, শিল্পী সাদ্দাম হোসেন সাদী,
নাট্যকার মুহিন উদ্দীন, শিল্পী ইলিয়াস আহমেদ, শিল্পী আবু জাফর খাঁন
প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে রমজানের তাৎপর্য নিয়ে বলেন সুস্থ ধারার
সংস্কৃতি চর্চার মাধ্যমে আমরা যেন আল্লাহর নৈকট্য লাভ ও তাকওয়া অর্জন করতে
পারি।