বুধবার ১২ মার্চ ২০২৫
২৮ ফাল্গুন ১৪৩১
ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে কুমিল্লায় বিক্ষোভ
প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১:৩৯ এএম আপডেট: ১০.০৩.২০২৫ ১:৫১ এএম |



 ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে কুমিল্লায় বিক্ষোভনিজস্ব প্রতিবেদক: সারাদেশে নারীর প্রতি সহিংসতা, খুন, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে এবং দ্রুততম সময়ের মধ্যে ধর্ষণ-নিপীড়নকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লায় প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা রবিবার (৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং কুমিল্লা নগরীর পূবালী চত্বরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে ধর্ষণ ও যৌন-নিপীড়ন বিরোধী বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। 
সমাবেশে শিক্ষার্থীরা জানান, দেশে আইনশৃঙ্খলা বাহিনীর ভঙ্গুর অবস্থা আমাদের চোখে পড়ছে। আমরা চাই, অন্তর্র্বতীকালীন সরকার দৃশ্যমান পদক্ষেপ নিবে এবং ধর্ষকদের প্রকাশ্যে কঠোর শাস্তি দিক। তাহলে আর কেউ ধর্ষণের সাহস পাবে না। এ সময় শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী নানা শ্লোগান দেন। 
বিক্ষোভ সমাবেশে কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থী ঐশী সরকার বলেন, দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের বিচার নিশ্চিত করতে আলাদাভাবে একটি ধর্ষণ ও যৌন নিপীড়ন বিরোধী ট্রাইবুনাল গঠন করতে হবে। তাহলেই একমাত্র ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত করা যাবে। আর না হয় সময় পেলেই আইনের ফাঁক দিয়ে ধর্ষকরা বেরিয়ে আবারো অপরাধ কার্যক্রমে লিপ্ত হবে। আমরা চাইনা কোন ধর্ষক বিনা বিচারে ঘুরে বেড়াক।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে ধর্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য তারা কোন পদক্ষেপ নিতে পারেন কি না? সরকার যদি এর মধ্যে সুস্পষ্ট কোনো কিছু না জানায় তাহলে আমরা কুমিল্লা থেকে আরও কঠোর কর্মসূচির দিকে যাব। 
বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহ্বায়ক সাকিব হোসাইন, মহানগরের সদস্য সচিব মুহাম্মদ রাশেদুল ইসলাম।















সর্বশেষ সংবাদ
মনোহরগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরন সভা
নাসির উদ্দিন ফাউন্ডেশন মানবকল্যাণে কাজ করে যাচ্ছে- মো.নাছির উদ্দিন মজুমদার
কুমিল্লার ২৭০ মেধাবীকে বৃত্তি দিল কিশোরকণ্ঠ পাঠক ফোরাম
স্ত্রীসহ সাবেক এমপি বাহারের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ
৫ দফা দাবি আদায়ে কুমিল্লায় ইন্টার্ণ চিকিৎসকদের কর্মবিরতি - ভোগান্তিতে রোগী ও স্বজনরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
স্ত্রীসহ সাবেক এমপি বাহাউদ্দিনের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ
কুমিল্লায় সর্প দংশনে এক যুবক নিহত
চাঁদাবাজির অভিযোগে দেবিদ্বারের দুই ভুয়া সাংবাদিক খাগড়াছড়িতে গ্রেপ্তার
‘ফারজানা’ কাউন্টারে তালা ঝুলিয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধরা
‘বিয়ের জন্য চাপ দেয়ায় খুন!’ গ্রেপ্তার ২
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২