বুধবার ১২ মার্চ ২০২৫
২৮ ফাল্গুন ১৪৩১
জুনিয়র ডেভিস কাপে জয়ে শুরু, বিলিজিন কিং কাপে দশম বাংলাদেশ
প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১০:৩৮ পিএম |

জুনিয়র ডেভিস কাপে জয়ে শুরু, বিলিজিন কিং কাপে দশম বাংলাদেশ
মালয়েশিয়ার কুচিংয়ে ডেভিস কাপ জুনিয়র টেনিস প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রথম দিনের খেলায় বাংলাদেশ দল ২-১ গেমে প্যাসিফিক ওশানিয়ার বিরুদ্ধে জয় লাভ করে।
প্রথম এককে বাংলাদেশের কাব্য গায়েন ৬-৩, ৬-৩ গেমে প্যাসিফিক ওশানিয়ার সেকাল্ট মাতাইহুকে পরাজিত করে। দ্বিতীয় এককে বাংলাদেশের তানভির মুন তুষার ৬-৩, ৫-৭, ২-৬ গেমে প্যাসিফিক ওশানিয়র অস্টিন কেনির নিকট পরাজিত হলে ১-১ ম্যাচে সমতা ফিরে আসে।
দ্বৈতের খেলায় বাংলাদেশের কাব্য গায়েন ও মো: রাজিব জুটি ৬-২, ৬-২ গেমে প্যাসিফিক ওশানিয়র সেকাল্ট মাতাইহু ও লি থাম তানুই কে পরাজিত করে। ফলে বাংলাদেশ দল ২-১ ম্যাচে প্যাসিফিক ওশানিয়াকে পরাজিত করল। প্রতিযোগিতায় গ্রুপ পর্বের খেলায় বাংলাদেশ দল গ্রুপ-এফ এ গুয়ামের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে।
প্রতিযোগিতায় ইন্দোনেশিয়া, কুয়েত, কম্বোডিয়া, সিঙ্গাপুর, ম্যাকাও, সৌদি আরব, পাকিস্তান, তুর্কমেনিস্তান, ইরাক, কিরঘিজস্তান, বাহরাইন, মঙ্গোলিয়া, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, গুয়াম, প্যাসিফিক ওশানিয়া, বাংলাদেশ, ফিলিপাইনস, ভিয়েতনাম, লেবানন ও লাওস হতে অনুর্ধ ১৬ বছরের বালক খেলোয়াড়গণ অংশগ্রহণ করছে।
বিলিজিন কিং কাপ জুনিয়র টুর্নামেন্টে বাংলাদেশ ১৪ টি দেশের মধ্যে ১০ম স্থান অধিকার করে। গ্রুপ পর্যায়ের খেলায় বাংলাদেশ দল ০-৩ ম্যাচে সিঙ্গাপুরের নিকট পরাজিত হয়, বাংলাদেশ দল ১-২ ম্যাচে লেবাননের সঙ্গে পরাজিত হয় এবং বাংলাদেশ দল ২-১ ম্যাচে ব্রুনাইকে পরাজিত করে বাংলাদেশ দল গ্রুপ পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করে। পরবর্তীতে স্থান নির্ধারনী প্লে-অফ ম্যাচে বাংলাদেশ দল ৩-০ ম্যাচে মঙ্গোলিয়াকে পরাজিত করে এবং বাংলাদেশ দল ১-২ ম্যাচে প্যাসিফিক ওশানিয়ার নিকট পরাজিত হয়েছে। 

প্রতিযোগিতায় ফিলিপাইনস, গুয়াম, কুয়েত, শ্রীলংকা, তুর্কমেনিস্তান, শ্রীলংকা, ভিয়েতনাম, মালয়েশিয়া, প্যাসিফিক ওশানিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, সিঙ্গাপুর, লেবানন, ব্রুনাই ও বাংলাদেশ হতে অনূর্ধ্ব-১৬ বছরের বালিকা খেলোয়াড় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সুমাইয়া আক্তার (ঝালকাঠি টেনিস ক্লাব), হুমায়রা হায়দার জারা (জাতীয় টেনিস কমপ্লেক্স), ইয়ানা কেরেইশী চৌধুরী (নওগাঁ টেনিস ক্লাব) অধিনায়ক রাজনিতা চৌধুরী।












সর্বশেষ সংবাদ
মনোহরগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরন সভা
নাসির উদ্দিন ফাউন্ডেশন মানবকল্যাণে কাজ করে যাচ্ছে- মো.নাছির উদ্দিন মজুমদার
কুমিল্লার ২৭০ মেধাবীকে বৃত্তি দিল কিশোরকণ্ঠ পাঠক ফোরাম
স্ত্রীসহ সাবেক এমপি বাহারের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ
৫ দফা দাবি আদায়ে কুমিল্লায় ইন্টার্ণ চিকিৎসকদের কর্মবিরতি - ভোগান্তিতে রোগী ও স্বজনরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
স্ত্রীসহ সাবেক এমপি বাহাউদ্দিনের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ
কুমিল্লায় সর্প দংশনে এক যুবক নিহত
চাঁদাবাজির অভিযোগে দেবিদ্বারের দুই ভুয়া সাংবাদিক খাগড়াছড়িতে গ্রেপ্তার
‘ফারজানা’ কাউন্টারে তালা ঝুলিয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধরা
‘বিয়ের জন্য চাপ দেয়ায় খুন!’ গ্রেপ্তার ২
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২