বুধবার ১২ মার্চ ২০২৫
২৮ ফাল্গুন ১৪৩১
রহমতের অংশের শেষ প্রান্তে
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ১:২৫ এএম আপডেট: ১১.০৩.২০২৫ ১:৩৩ এএম |



 রহমতের অংশের শেষ প্রান্তে রামাদ্বানের রহমতের অংশের শেষ প্রান্তে আমরা। আজ অর্থাৎ ১১/০৩/২০২৫ইং রোজ মঙ্গলবার ১০ রামাদ্বান। সূর্য্য ডুবে গিয়ে মাগরিবের আযানের সাথে সাথেই এই বৎসরের রামাদ্বান মাসের রহমতের অংশ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে একটি বৎসরের জন্য। কারও কারও জন্য হয়ত জীবনের শেষ রহমতের অংশ। আমরা কেউ জানিনা আমাদের আমলগুলোর অবস্থা কি ছিল? তবে আশাবাদি মহান প্রভুর দরবারে উনি কাউকে নিরাশ করবেন না। খালি হাতে কাউকে ফিরিয়ে দিবেননা। উনার রহমত থেকে বঞ্চিত হবেনা কেউই। হয়ত কিছু কম বা বেশি। নিয়্যত আর একাগ্রতা যার যত বেশি তার আমলও পরিমাপ হবে সেই হিসাবেই। 
আমলের ক্যালকুলেটর: আমরা তো দুনিয়ার প্রতিটি বিষয়ের ব্যাপারে হিসাব নিকাশ করে চলি এবং সেটা করা উচিত। কেনা কাটা থেকে শুরু করে প্রত্যেকটি ব্যাপার আমাদের নখ দর্পণে। কেউ জিজ্ঞাসা করলে বলে দিতে পারি আমার পার্থিব জীবনের ইতিহাস। এবার আসুন আমরা একটু ভিন্ন মাত্রার ক্যালকুলেটর নিয়ে বসি। ১রামাদ্বান থেকে ১০রামাদ্বান পর্যন্ত সাহরি থেকে শুরু করে প্রতিটি আমল একটু হিসাবের খাতায় মিলাইয়া দেখি। সাহরী, ইফতার, কুরআন তেলাওয়াত, যিকির আযকার, নফল ইবাদাত, দান ছদকা সহ সবকিছু। ফরজ, ওয়াজিব, সুন্নাত ও নফল এমনকি নিঃস্বার্থ একটি উপদেশ যা অন্যের উপকারের জন্য করা হয়েছিল। পক্ষান্তরে গুনাহগুলো- ছোট, বড়, অবৈধ, মানুষ ও মানবতার জন্য ক্ষতিকর সবকিছু একটু হিসাব মিলাই। তাহলে আমি নিজেই বের করে ফেলতে পারবো আমার আমলের অবস্থা ও আমার কি অবস্থান? আমি কি মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাওয়ার কাজ করতে পেরেছি নাকি রহমত থেকে দুরে অবস্থান করছি? কাল কিয়ামতের দিনে আমার আপনার হিসাবটা এভাবেই হবে। কিয়ামতের দিবসে যখন বান্দাহকে জিজ্ঞাসা করা হবে তুমি এমন এমন গুনাহের কাজগুলো করেছ কিনা? বান্দাহ সভাবতই সব অস্বিকার করবে। তখন মহান আল্লাহ একটি অভিনব পদ্ধতি ব্যাবহার করবেন। সেই ব্যাপারটি কুরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষনা করেন এভাবে- আজকের দিনে (কিয়ামতের দিবসে) আমি আল্লাহ তাদের (বান্দাদের) মুখসমূহকে সীলগালা করে দিব এবং তাদের (বান্দাদের) হাতসমূহ (অন্যান্য অঙ্গসমুহ) কথা বলতে শুরু করবে এবং পা সমূহ সাক্ষী দেওয়া শুরু করবে যা তারা (পৃথিবীতে থাকতে ভাল মন্দ আমলের মাধ্যমে) অর্জন করেছিল। সুরা ইয়াসিন, পারা-২৩, আয়াত নং-৬৫। আর নিজের আমলের ভিত্তিতে নিজেই হিসাব বাহির করার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন- পাঠ কর তুমি তোমার অর্জিত কিতাব অর্থাৎ আমল নামা। আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমিই যথেষ্ট। সুরা বনী ইসরাঈল, পারা-১৫, আয়াত নং-১৪। এক কথায় কোন দিক দিয়েই পার পাওয়ার কোন ব্যবস্থা নাই। 
আমাদের সবাইকেই এই বিষয়গুলি মাথায় রেখে সমনের দিকে চলতে হবে। প্রতিটা দিন ও প্রতিটা মূহুর্ত একজন মুমিনের জন্য অনেক দামী। যদি এখন থেকেই প্রতিদিনের হিসাবটা রাখতে পারি আমাদের আমলের তাহলে রহমতের পথ অনেকটা সহজ হয়ে যাবে আমাদের জন্য। মহান আল্লাহ আমি অধমসহ সবাইকে তাঁর কুদরতি রহমতের চাদরে আশ্রয় দান করুন। আমিন বিহুরমাতি রাহমাতিল্লিল আলামিন। 
প্রধান ইমাম ও খতীব, কান্দিরপাড় কেন্দ্রিয় জামে মসজিদ ও কেন্দ্রিয় ঈদগাহ, কুমিল্লা।
















সর্বশেষ সংবাদ
স্ত্রীসহ সাবেক এমপি বাহারের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ
৫ দফা দাবি আদায়ে কুমিল্লায় ইন্টার্ণ চিকিৎসকদের কর্মবিরতি - ভোগান্তিতে রোগী ও স্বজনরা
তাওবা ও ক্ষমা
কুমিল্লায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার
কুমিল্লায় বিদেশী পিস্তলসহ দুই ডাকাত গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
স্ত্রীসহ সাবেক এমপি বাহাউদ্দিনের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ
কুমিল্লায় সর্প দংশনে এক যুবক নিহত
চাঁদাবাজির অভিযোগে দেবিদ্বারের দুই ভুয়া সাংবাদিক খাগড়াছড়িতে গ্রেপ্তার
‘ফারজানা’ কাউন্টারে তালা ঝুলিয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধরা
‘বিয়ের জন্য চাপ দেয়ায় খুন!’ গ্রেপ্তার ২
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২