ট্রাইব্যুনাল
গঠন করে সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে ধর্ষকের বিচার কাজ সম্পন্ন করার দাবিসহ
তিন দফা দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে 'বাংলা ব্লকেড'
কর্মসূচি পালন করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার (১০ মার্চ) বেলা ১১ টা থেকে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় এ কর্মসূচি শুরু করে
শিক্ষার্থী। তাদের অবরোধ ও বিক্ষোভে থমকে যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক।
যানজটে আটকে পড়ে ভোগান্তিতে পড়েন চালক, শ্রমিক ও বিভিন্ন বয়সী যাত্রীরা।
ধর্ষকদের
দ্রুত বিচার চেয়ে শিক্ষার্থীদের স্লোগানে স্লোগানের উত্তাল হয়ে ওঠে
মহাসড়কের কোটবাড়ি এলাকা। এসময় শিক্ষার্থীরা জানান, ধর্ষকের বিচার হতে হবে
দ্রুত সময়ের মধ্যে এছাড়া সর্বোচ্চ তিন দিনের মধ্যে ট্রাইব্যুনাল গঠন করে
সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে ধর্ষকদের। তারা বলেন,
কোন সর্বোচ্চ, সর্বনিম্ন নয়, ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত
করে দ্রুত কার্যকর করতে হবে।
বেলা ১১ টায় শুরু হওয়া ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কে বাংলা ব্লকেড কর্মসূচি থেকে শিক্ষার্থীদের ফেরাতে ঘটনাস্থলে ছুটে
আসেন হাইওয়ে ও জেলা পুলিশ। এরপর যুক্ত হয় সেনাবাহিনীর একটি টিম। তিন দফা
দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে প্রায় দেড় ঘন্টা
পর মহাসড়ক ছাড়েন শিক্ষার্থী।
কর্মসূচিতে অংশ নেওয়া কুমিল্লা ভিক্টোরিয়া
কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম নাহিদ বলেন, দেশের
বিভিন্ন জায়গায় সাম্প্রতিক সময়ে যেসব ধর্ষণের ঘটনা ঘটেছে, তার সুষ্ঠু
তদন্ত এবং দ্রুততম সময়ের মধ্যে দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত
করতে হবে । বিশেষ করে মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের
সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।
এ সময় তারা ‘আমার সোনার বাংলায়,
ধর্ষকদের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের ফাঁসি দে’, ‘জাস্টিস
জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দেন।
বাংলা ব্লকেডে
কুমিল্লা মর্ডান হাই স্কুল, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা মহিলা কলেজ,
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এই
কর্মসূচিতে অংশ নেন।