প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৩:২০ পিএম আপডেট: ১১.০৩.২০২৫ ৩:২৫ পিএম |
কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) চিকিৎসকরা ৫ দফা দাবি আদায়ের লক্ষে কর্মবিরতি পালন করছে ইন্টার্ণ চিকিৎসকরা। বিএমডিসির বিরুদ্ধে করা রিট প্রত্যাহারের পাশাপাশি ৫ দফা দাবিতে আন্দোলন করছেন তারা। কুমিল্লা মেডিকেল কলেজসহ বেসরকারি আরও ৩টি মেডিকেল কলেজেও কর্মবিরতি চলছে।
মঙ্গলবার সকাল ৯ টা থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গনে কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ শুরু করে। এ সময় সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা ভোগান্তির শিকার হয়। কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে চিকিৎসা সেবা কার্যক্রম।
আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা সকালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এক প্রতিবাদ সমাবেশে চিকিৎসকরা ৫টি দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।
দাবিগুলোর মধ্যে রয়েছে
এমবিবিএস ও বিডিএস ব্যতিত কেউ ডাক্তার উপাধি ব্যবহার করতে পারবে না। ওটিসি ড্রাগস লিস্ট আপডেট করতে হবে। স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসন করতে হবে। ম্যাটস ও নিন্মমানের মেডিকেল কলেজ বন্ধ করতে হবে। চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। এসকল দাবি বাস্তবায়ন না হলে নতুন কর্মসূচি আসবে বলেও জানান আন্দোলনরতরা।