মঙ্গলবার
কুমিল্লার বুড়িচং উপজেলার ডা. নজরুল ইসলাম শাহীন ফাউন্ডেশনের আয়োজনে
রাজাপুর ইউনিয়নের রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্নে এলাকার গরীব দুঃস্থ
অসহায় শতাধিক লোকজনের মাঝে নগদ অর্থ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসমস্ত নগদ অর্থ ও ইফতার সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে
ফাউন্ডেশনের চেয়ারম্যান, কুমিল্লা -৫ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী,
দক্ষিণ জেলা বিএনপির সদস্য, ময়নামতি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের
ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সহযোগী অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম শাহীন।
বিশেষ
অতিথি ছিলেন রাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ
কামাল হোসেন, ফাউন্ডেশনের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আক্তার হোসেন, প্রবাসী
ফোরামের প্রধান উপদেষ্টা মোঃ মনির হোসেন, প্রবাসী ফোরামের প্রতিষ্ঠাতা
সভাপতি মোঃ আবু নাছের ভূইয়া, কমিউনিটি নেতা নিশাত, স্বেচ্ছাসেবক দল নেতা
মোঃ আজাদ খান, সমাজ সেবক জামাল হোসেন খান, ডা.মোঃ শাহীন মিয়া, হাজী মোঃ
জালাল উদ্দীন, ডা. মোঃ খাজা মিয়া, ডা. মামুনুর রশীদ, সমাজ সেবক মোঃ আলমগীর
হোসেন, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক তানজিবুর রহমান শুভ প্রমুখ। এসময়
বিএনপি ও অঙ্গ সংগঠনের এবং এলাকার বিভিন্ন শ্রেণির লোকজন উপস্থিত ছিলেন।