কুমিল্লার
অন্যতম স্বনামধন্য ভাষা শিক্ষা প্রতিষ্ঠান স্মার্ট টক একাডেমি আয়োজিত
“কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিল” উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত
হয়েছে।
অনুষ্ঠানে অতিথি ছিলেন ফরিদা বিদ্যায়তনের প্রধান শিক্ষকমো: হানিফ
মজুমদার, বিএআইইউএসটি’র ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপককাজী শহীদুল ইসলাম,
সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও ইংরেজি
বিভাগের বিভাগীয় প্রধান মনির হোসেন ও বিএআইইউএসটি’র ডেপুটি ডিরেক্টর
(ফিন্যান্স অ্যান্ড একাউন্টস)জাফর আহমেদ।
অনুষ্ঠানে ৩২ জন কৃতি
শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়, যারা ইংলিশ অলিম্পিয়াডের ন্যাশনাল থিয়েটার
রাউন্ডে উত্তীর্ণ হয়ে নিজেদের মেধার স্বাক্ষর রেখেছেন। সংবর্ধনার পাশাপাশি
তাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
স্মার্ট টক একাডেমির
প্রতিষ্ঠাতা ও সিইও হাসান মাহমুদ তারেক বলেন, “আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের
আধুনিক ইংরেজি শিক্ষার দক্ষতা অর্জনে সহায়তা করা, যাতে তারা জাতীয় ও
আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পারে। এই সংবর্ধনা তাদের
আরও অনুপ্রাণিত করবে।”
সংবর্ধনার পাশাপাশি ইফতার মাহফিলেরও আয়োজন করা
হয়, যেখানে একাডেমির শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি ৩০ জন এতিম শিশুও
অংশ নেয়। অতিথি, শিক্ষার্থী ও এতিম শিশুদের একসঙ্গে ইফতার আয়োজন অনুষ্ঠানকে
আরও সৌহার্দ্যপূর্ণ করে তোলে।
উক্ত আয়োজনে স্মার্ট টক একাডেমির শিক্ষক,
শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ইভেন্টটিকে সফল করে তোলে।
শিক্ষার্থীদের এ ধরনের অর্জন ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে
বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।