নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় বিদেশী পিস্তল, পাইপগান, গুলি ও কার্তুজসহ দুই
আন্তজেলা ডাকার দলের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে
জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খান। মঙ্গলবার দুপুরে জেলা
পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
মঙ্গলবার
দুপুরে পুলিশ সুপার সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পুলিশ সুপার নাজির
আহমেদ খান। পুলিশ সুপার সংবাদ সম্মেলনে জানান, গ্রেফতার দুই জনই সড়ক ও নৌ
ডাকাতির সাথে জড়িত।
গ্রেফতারকৃতরা হচ্ছে-কুমিল্লার দাউদকান্দি উপজেলার
চরচারুয়া গ্রামের মোঃ মামুন (৩৭)। চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানার
মনসুরাবাদ গ্রামের মোঃ আরিফ (৩১)। আরিফ বর্তমানে কুমিল্লা দাউদকান্দি
উপজেলার তুজুরভাঙ্গা এলাকায় ভাড়া থাকেন। তাদের কাছ থেকে উদ্ধার করা
অস্ত্রগুলোর মধ্যে রয়েছে দুইটি বিদেশী পিস্তল, একটি দেশীয় তৈরী পাইপগান, ৬
রাউন্ডগুলি ও দুই রাউন্ড কার্তুজ।
গ্রেফতার দুজনের মধ্যে মামুনের বিরুদ্ধে ডাকাতিসহ ৪ টি মামলা রয়েছে এবং তারা দুজন সড়ক ও নৌ ডাকাতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
প্রেস
প্রিফিংয়ে পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে
সোমবার সন্ধ্যায় দাউদকান্দি বিশ্বরোড এলাকার মোহন পাম্পের কাছ থেকে ডাকাত
দলের সক্রিয় সদস্য মামুনকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে চর
চারুয়া গ্রামের তার বাড়ি থেকে তল্লাশি চালিয়ে বারান্দার তাকে থাকা দুই
রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড কার্তুজসহ একটি পাইপ গান
উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়- তার
বন্ধু আরিফের কাছে আরো একটি অস্ত্র রয়েছে। মামুনের দেওয়া তথ্য অনুযায়ী
আরিফকে গৌরিপুর বাজার থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে আরিফের বসত
ঘর থেকেও তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা
হয়।
পুলিশ সুপার জানান, তাদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় একটি মামলা
দায়ের করা হয়েছে। পরবর্তী কার্যক্রম শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।