নিজস্ব প্রতিবেদক।।
"একতাই
শক্তি, একতাই বল "-এ প্রতিপাদ্যকে নিয়ে কুমিল্লা নগরীর একটি পার্টি
সেন্টারে কান্দিরপাড় ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণগঠন ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়।সভায় বিগত দিনে মৃত্য সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে
দোয়া করা হয়।
উপদেষ্ঠা হাজী সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে
কমিটির সকল সদস্যদের অনুমতিক্রমে নিউ লেডিস কর্নারের মালিক আব্দুর রহমান কে
সভাপতি ও চৌধুরী ড্রাই ক্লিনার্সের মালিক মো: মোজাহিদ চৌধুরী কে সাধারণ
সম্পাদক করে ৬২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্য গন
হলেন,সহ-সভাপতি আনিসুর রহমান,জহিরুল হক বাদল,সালাহউদ্দিন, মানিক
সাহা,আব্দুল মতিন,খোরশেদ আলম।সহ সাধারণ সম্পাদক মো: মাহমুদ, মামুনুন হাসান
বকুল,নূরে আলম,আরিফ মোহাম্মদ রনি,কোষাধ্যক্ষ সৈয়দ মো: মোক্তার
হোসেন,সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান,সহ-সাংগঠনিক সম্পাদক হেদায়েত উল্লাহ
মজুমদার, মো: মোস্তফা কামাল, মজিবুর রহমান, আবুল খায়ের, আবু বক্কর সিদ্দিক
সোহাগ, দপ্তর সম্পাদক মো: শাহাদাত খান (সুমন),সহ দপ্তর সম্পাদক মো: এনায়েত
উল্লাহ,জানে আলম মজুমদার দুলাল ,প্রচার সম্পাদক মো: সহিদ উল্লাহ,সহ প্রচার
সম্পাদক মো: সোহেল,মো: শাওন,আইন বিষয়ক সম্পাদক কামাল হোসেন,সহ আইন সম্পাদক
মো: বাহার,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী মোশাররফ হোসেন
(রিপন),সহ-সাংস্কৃতিক সম্পাদক শওকত আলী খান,সমাজ সেবা বিষয়ক সম্পাদক মো:
ইউনুস, সহ সমাজ সেবা বিষয়ক সম্পাদক বুলবুল, সহ সমাজ সেবা বিষয়ক সম্পাদক
পিন্টু কুমার শীল, আমোদ প্রমোদ সম্পাদক হাবিবুর রহমান জাকির, সহ ও আমোদ
প্রমোদ সম্পাদক মো: হানিফ মিয়া, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন ফরহাদ (
সুমন), সহ ও আমোদ প্রমোদ সম্পাদক মো: এরশাদুল ইসলাম ( এরশাদ), সহ ক্রীড়া
সম্পাদক মো: রাজু।
২৫ জনকে সদস্য করা হয়েছে, সদস্যরা হলেন,মীর মোজাম্মেল
হোসেন, ফখরুল ইসলাম, মোঃ জামাল, মো কাশেম, মো এনামুল হক, মো: সেলিম মিয়া,
মো বাবুল মিয়া, মো: জাহিদ হোসেন, মো: মনির হোসেন, মো: আবুল বাশার, মো:
আনিছুর রহমান জসিম, শাহীনুজ্জামান কাজল, পারভেজ, মো: শফিউল আলম আপেল,
হাসান, এনামুল হক এনাম, মো: ইউনুস, শ্যাম কুমার দাস, নাজমুল হুদা, মাসুম,
মিতুন,মো: রনি, মো: জামাল, সাগর, অধ্যাপক মো: সহিদ।
কমিটিতে খন্দকার হক
টাওয়ার এর মালিক জামাল খন্দকার কে প্রধান উপদেষ্টা করে ১১ সদস্য বিশিষ্ট
উপদেষ্টা কমিটি গঠন করা হয়, তারা হলেন, হাজী সিরাজুল ইসলাম, আরিফ খান,মো:
আব্দুস সাত্তার, মফিজুল ইসলাম, মো: গোলাম সারোয়ার, দ্বীন ইসলাম, জীবন
পাল,সজল কুমার চন্দ্র, জামাল সরকার,দীপক চন্দ্র সাহা।কমিটি আগামী দুই বছর
তাদের দায়িত্ব পালন করবে।তারা কান্দিরপাড় এলাকার ব্যাবসায়ীদের সকল ধরনের
সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।