দাউদকান্দিতে
গ্রামীন সড়কের সরকারি ৩টি রেন্টি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে
মারুকা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য শাহ আলম মিয়ার বিরুদ্ধে।
বুধবার
উপজেলার মারুকা ইউনিয়নের স্বপাড়া গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্রের সামনের
গাছগুলো কেটে নিতে দেখা যায়। স্থানীয়রা জানান, সরকারি নিয়ম-নীতি উপেক্ষা
করে সরকারি জায়গার ৩টি রেন্টি গাছ ইউপি সদস্য শাহ আলম মিয়া স্থানীয় গাছ
ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছেন। পরে বিষয়টি স্থানীয়রা জানতে পেরে উপজেলা
প্রশাসনকে জানান।
সরেজমিনে দেখা যায়, স্বপাড়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের
সামনে দুটি গাছ এবং পাশেই কৃষি বিভাগের জায়গায় ১টিসহ বড়-বড় তিনটি রেন্টি
গাছ কেটে ফেলা হয়েছে। কালাম নামে এক গাছ ব্যবসায়ী গাছগুলো কেটে নিচ্ছেন।
তিনি বলেন, স্বপাড়া গ্রামের মিন্নত আলীর ছেলে শাহ আলম মেম্বার, রুহুল
আমিনের ছেলে আল-আমিন ও দুলালের ছেলে সুমনসহ কয়েকেজন মিলে ২৪ হাজার টাকায়
আমার কাছে বিক্রি করেছে।
মারুকা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ
ফারুকুল ইসলাম বলেন, স্বপাড়া গ্রামের কৃষি বিভাগের জায়গার গাছ কাটার বিষয়ে
সরেজমিনে গিয়ে জানতে পারি আল-আমিন ও কালাম নামে ব্যাক্তিরা গাছ কেটে
নিচ্ছে।
আল-আমিন বলেন, তিনটি গাছ শাহ আলম মেম্বারের কাছ থেকে চব্বিশ হাজার টাকা দিয়ে গাছ ব্যবসায়ী কালাম কিনেছে।
গাছ
বিক্রির বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য শাহ আলম মিয়া মুঠোফোনে বলেন,
গাছগুলো আমি একা বিক্রি করিনি, এলাকার দরিদ্র সংগঠন আছে, সংগঠনের লোকজন
মিলে এইগুলো বিক্রি করেছে। আর যেহেতু সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে আর গাছ
গুলো সড়কের উপর এজন্য বিক্রি করা হয়েছে। গাছ কাটার অনুমতি দেওয়ার প্রশ্নের
জবাবে তিনি বলেন, গাছগুলো কাটার জন্য ইউএনও অফিসে আমি বলেছি।
এ
ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা ইসলাম বলেন, গাছ কাটার
বিষয়ে জানতে পেরেছি। ঘটনাস্থলে কৃষি বিভাগের লোক পাঠিয়েছি। অভিযুক্ত
ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।