কুমিল্লা
সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ^রোড এলাকার
ফুটওভার ব্রিজটি দীর্ঘদিন যাবত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজে উঠার
সিড়িতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ব্রিজের পাঠাতন এর বিভিন্ন স্থানে
জোড়াগুলির ওয়েল্ডিং খুলে গিয়ে ফাঁটলের সৃষ্টি হয়েছে। এসব গর্তের মধ্যে
প্রায়ই পথচারীদের পা আটকে মারাত্মকভাবে আহত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা
নিয়েছেন। জরুরী ভিত্তিতে ফুটওভার ব্রিজটি মেরামত করা না হলে যেকোনো সময় বড়
দুর্ঘটার আশংকা রয়েছে।
সূত্র জানায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ^রোড এলাকার ফুটওভার ব্রিজটি
দীর্ঘদিন যাবত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও এখন পর্যন্ত এটি মেরামতের কোন
দৃশ্যমান উদ্যোগ নেয়া হয়নি। যার ফলে প্রতিনিয়ত হাজার হাজার জনতা ঝুঁকি নিয়ে
উক্ত ফুটওভারব্রিজ ব্যবহার করতে বাধ্য হচ্ছে। জনগুরুত্বপূর্ণ এলাকা
বিবেচনায় ফুটওভার ব্রিজটি স্থাপন করা হলেও শুরু থেকে এর উপর টিনের ছাউনি না
থাকায় হাজার হাজার জনতা রৌদে পুড়ে বৃষ্টিতে ভিজে এটি ব্যবহার করে আসছে।
ফুটওভার ব্রিজটিতে কোনো বৈদ্যুতিক সংযোগ না থাকায় রাতের আধারে
ছিনতাইকারীদের হাতে পথচারিদের মোবাইলফোন ও নগদ টাকা এবং বিভিন্ন মালামাল
খোয়া যাচ্ছে। জরুরী ভিত্তিতে ফুটওভার ব্রিজটি মেরামতের জন্য পথচারীরা দাবী
জানিয়েছেন।
কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার
গোলাম মোস্তফা দৈনিক কুমিল্লার কাগজকে জানান, ফুটওভার ব্রিজটি মেরামতের
জন্য সম্প্রতি দরপত্র আহবান করা হয়েছে। জনভোগান্তি কমাতে খুব শীঘ্রই এটি
মেরামত করার কাজ শুরু করা হবে।