রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার
দেবীদ্বারে তুচ্ছ ঘটনায় একই পরিবারের ৪জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
প্রতিবেশীদের সাথে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। এতে দুই ভাই
ও দুই বোন গুরুতর আহতাবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসাধীন।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৩ মার্চ) দেবীদ্বার থানায় মামলা
দায়ের করেছে ভূক্তভোগী পরিবার। এর আগে মঙ্গলবার (১১ মার্চ ) সকাল ৯টায়
দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বেতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা
হলেন- বেতুয়া গ্রামের মৃত: সোলেমান মিয়ার মেয়ে লাকী আক্তার (৩৭), লাইলী
আক্তার (৩০), ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২৮) ও কবির হোসেন (৪০)।
দেবীদ্বার
থানায় দায়েরকৃত মামলায় লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত ও
হামলাকারীরা পাশাপাশি বাড়ির বাসিন্দা। হামলকারী মো. আওয়াল ও তার সন্তান
আশিক, সাগরদের সাথে জমি নিয়ে বিরোধে তর্ক কথা কাটা-কাটির এক পর্যায়ে
হামলাকারীরা এলোপাথারী কুপিয়ে এবং পিটিয়ে মারাত্মক ভাবে ৪জনকে আহত করে।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এছাড়া হামলাকারীরা
ভূক্তভোগীদের ১ভরি ওজনের স্বর্ণের চেইন ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যাওয়ারও
অভিযোগ রয়েছে।
ঘটনার বিষয়টি জানতে অভিযুক্ত মো. আব্দুল আওয়াল এর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ
ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ
ইলিয়াছ জানান, আমরা ভূক্তভোগীদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা নিয়েছি।
তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের আইনের আওতায় আনাসহ আইনগত ব্যবস্থা
প্রক্রিয়াধীন।