বরিশালে
স্থানীয়দের ‘গণপিটুনিতে’ ধর্ষণচেষ্টা মামলার এক আসামির মৃত্যুর তথ্য
দিয়েছে পুলিশ। কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, শনিবার বিকালে
বরিশাল নগরীর ধানগবেষণা সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুজন (২৪) নগরীর
জিয়ানগর এলাকার মনিরের ছেলে। সুজন ব্যাটারিচালিত অটোরিকশা চালাত।
ওসি
বলেন, গত শুক্রবার বিকালে জিয়ানগর এলাকায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে।
শিশুটিকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস
সেন্টারে ভর্তি করা হয়।
মিজানুর রহমান বলেন, এ ঘটনায় সুজনকে আসামি করে
শিশুটির মা মামলা করেন। এর মধ্যে শনিবার বিকালে অভিযুক্তকে জিয়ানগরে
আমজাদের ভিটায় ধরে ‘গণপিটুনি’ দেন স্থানীয়রা।
শিশুটির বাবা বলেন, সুজনের
বাসার মালিক শুক্রবার দুপুরে তার মেয়েকে বাটিতে করে তরকারি দেয়। বাটি ফেরত
দিয়ে ফেরার সময় দেখতে পায় সুজনের ঘরে টিভিতে কার্টুন চলছে। তখন সে কার্টুন
দেখতে চেয়ারে বসে পড়ে। সেখানে সুজন ধর্ষণের চেষ্টা চালায়।
সুজনের মা
মঞ্জু বেগম বলেন, তার ছেলে নির্দোষ। মাদক বিক্রি করতে রাজি না হওয়ায় তাকে
ফাঁসানো হয়। পরে ২০ হাজার টাকায় মীমাংসার প্রস্তাব দেয় কয়েকজন। তাতে রাজি
না হওয়ায় ১০-১৫ জন তাকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করে।