কুমিল্লা
প্রতিনিধি: কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী
(বিজিবি) এর কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অভিযানে ৬ হাজার ৭শ ৭০ কেজি
ভারতীয় বাসমতি চাল জব্দ করা হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আসা এসব
চালের মূল্য ৩০ লক্ষ ৪৬ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
কুমিল্লা
ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ এর পক্ষে
পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। এই ঘটনায় কাউকে আটক করা
সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, শুক্রবার দিবাগত রাত
১টায় কুমিল্লা ব্যাটালিয়নের আওতাধীন বিবির বাজার বিওপির কটকবাজার পোষ্টের
একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা
করে। এ সময় পালপাড়া নামক স্থানে সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ৭
কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৬ হাজার ৭৭০ কেজি অবৈধ
ভারতীয় বাসমতি চাউল উদ্ধার করা হয়।
জব্দকৃত চাউলের বাজার মূল্য প্রায় ৩০
লক্ষ ৪৬ হাজার ৫০০ টাকা। বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মালামাল বিধি
মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
অধিনায়ক লেঃ
কর্নেল এ এম জাহিদ পারভেজ বলেন, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) দেশের
সীমান্ত অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পেশাদারিত্বের সাথে
আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবারের অভিযানও সেই
ধারাবাহিকতারই অংশ বলে বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত
থাকবে এবং সীমান্তে যেকোনো অবৈধ কার্যকলাপ কঠোর হাতে দমন করা হবে বলে
জানিয়েছে বিজিবি।