চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কুমিল্লার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স গতকাল শনিবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: ইয়াছির আরাফাত এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান, স্পেশাল ম্যাজিস্ট্রেট বিদ্যুৎ আদালত মো: শফিউল আজম, সকল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর এডভোকেট কাইয়ুমুল হক রিংকু, কুমিল্লা বারের সভাপতি (ভারপ্রাপ্ত) এডভোকেট মুজিবুর রহমান, কুমিল্লা বারের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কাজী মফিজুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার, জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনার, সিভিল সার্জন প্রতিনিধি, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী পিডিবি কুমিল্লা, উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বন কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি, সমাজসেবা অফিসার, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। উক্ত কনফারেন্সে বিচারপ্রার্থী জনগণের সহজে সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে সকলে একযোগে কাজ করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার বিষয় আসামির প্রতি সমন, ওয়ারেন্ট, হুলিয়া ও ক্রোকি পরোয়ানা যথা সময়ে তামিল সংক্রান্ত এবং জখমী সনদ/ ময়না তদন্তের প্রতিবেদন / ফরেনসিক রিপোর্ট এবং তদন্ত প্রতিবেদন যথাসময়ে প্রাপ্তি, আদালত প্রাঙ্গনে নিরাপত্তা, বিচারকবৃন্দ, সহায়ক কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সমস্যার বিষয় আলোচনা করা হয় এবং সেগুলোর সমাধানের লক্ষ্যে এইসব বিষয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় দিকনির্দেশনা প্রদান করেন।