কুমিল্লার
লালমাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন
ভাবকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদম সফিউল্লাহ। শনিবার
(১৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের মাতাইনকোটস্থ
খোকন মিয়ার চা দোকানের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় হামলাকারী হিসেবে
স্থানীয় মৃত আবদুল গফুরের ছেলে মো. বাহার (৪২), মৃত সুরুজ মিয়ার ছেলে
জাহাঙ্গীর আলম, মৃত আলী আশ্রাফের ছেলে আবদুস সাত্তার কে অভিযুক্ত করে
লালমাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই শিক্ষক।
এ
বিষয়ে ভুক্তভোগী শিক্ষক আদম সফিউল্লাহ বলেন, হামলাকারীরা সম্পর্কে আমার
জেঠাতো-ফুফাতো ভাই। তাদের সাথে আমাদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে এবং জমি
নিয়ে আদালতে মামলা চলমান। এমতাবস্থায় গত শনিবার রাতে আমাদের বিরোধ
সংক্রান্ত নাল জমিতে যাওয়ার বিষয়কে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে
আমার উপর হামলা করে তারা। একপর্যায়ে তারা চা দোকান থেকে লোহার তৈরি ছাঁকনি
দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আমার বাম হাতের জয়েন্টে গুরুতর জখম, একটি দাঁত
ভেঙ্গে এবং ঠোঁট কেটে ফেলে। এছাড়াও আমাকে রক্ষা করতে আমার ছোট ভাই এগিয়ে
আসলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করে তারা। এদিকে হামলাকারীরা উল্টো ফেসবুকে
গুজব ছড়িয়েছে আমি নাকি তাদের উপর হামলা করেছি। আর আমরা কোনো রাজনৈতিক দলের
সাথে সম্পৃক্ত নই। আমরা দুই ভাই সরকারি চাকরিজীবী। ঝামেলাটি সম্পূর্ণ জমি
সংক্রান্ত এবং পারিবারিক। আমি প্রশাসনের কাছে এই হামলার বিচার চাই।
ঘটনার
বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলম বলেন, মূলত জমি সংক্রান্ত বিরোধের জেরে
তাদের সাথে আমাদের মামলা চলমান রয়েছে । তারা বলছে যে জমিতে কেউ যাইতে পারবে
না। এ বিষয়ে আমার বড় ভাই জিজ্ঞেস করতে গেলে ঝামেলা সৃষ্টি হয়। আমি তাকে
মারধর করি নাই শুধুমাত্র ধাক্কা দিয়ে আলাদা করে দিয়েছি।
এ বিষয়ে লালমাই থানার ওসি (তদন্ত) আমিন কাদের খান বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।