সোমবার ১৭ মার্চ ২০২৫
৩ চৈত্র ১৪৩১
লালমাইয়ে শিক্ষককে পিটিয়ে আহতের অভিযোগ
প্রদীপ মজুমদার :
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১:১৭ এএম |



কুমিল্লার লালমাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন ভাবকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদম সফিউল্লাহ। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের মাতাইনকোটস্থ খোকন মিয়ার চা দোকানের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় হামলাকারী হিসেবে স্থানীয় মৃত আবদুল গফুরের ছেলে মো. বাহার (৪২), মৃত সুরুজ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম, মৃত আলী আশ্রাফের ছেলে আবদুস সাত্তার কে অভিযুক্ত করে লালমাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই শিক্ষক।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক আদম সফিউল্লাহ বলেন, হামলাকারীরা সম্পর্কে আমার জেঠাতো-ফুফাতো ভাই। তাদের সাথে আমাদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে এবং জমি নিয়ে আদালতে মামলা চলমান। এমতাবস্থায় গত শনিবার রাতে আমাদের বিরোধ সংক্রান্ত নাল জমিতে যাওয়ার বিষয়কে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে আমার উপর হামলা করে তারা। একপর্যায়ে তারা চা দোকান থেকে লোহার তৈরি ছাঁকনি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আমার বাম হাতের জয়েন্টে গুরুতর জখম, একটি দাঁত ভেঙ্গে এবং ঠোঁট কেটে ফেলে। এছাড়াও আমাকে রক্ষা করতে আমার ছোট ভাই এগিয়ে আসলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করে তারা। এদিকে হামলাকারীরা উল্টো ফেসবুকে গুজব ছড়িয়েছে আমি নাকি তাদের উপর হামলা করেছি। আর আমরা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই। আমরা দুই ভাই সরকারি চাকরিজীবী। ঝামেলাটি সম্পূর্ণ জমি সংক্রান্ত এবং পারিবারিক। আমি প্রশাসনের কাছে এই হামলার বিচার চাই।
ঘটনার বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলম বলেন, মূলত জমি সংক্রান্ত বিরোধের জেরে তাদের সাথে আমাদের মামলা চলমান রয়েছে । তারা বলছে যে জমিতে কেউ যাইতে পারবে না। এ বিষয়ে আমার বড় ভাই জিজ্ঞেস করতে গেলে ঝামেলা সৃষ্টি হয়। আমি তাকে মারধর করি নাই শুধুমাত্র ধাক্কা দিয়ে আলাদা করে দিয়েছি।
এ বিষয়ে লালমাই থানার ওসি (তদন্ত) আমিন কাদের খান বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।













সর্বশেষ সংবাদ
অর্থ আত্মসাৎ মামলায় কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কারাগারে
হঠাৎ বন্ধ কুমিল্লা সদর সাব রেজিস্ট্রি অফিসের কার্যক্রম
ডা. প্রাণগোপালের অবরুদ্ধ মেয়েকে ৮ ঘন্টা পর উদ্ধার
ফোরলেনের ভেতরে অনিয়ম করলে কোন দয়ামায়া নাই: জেলা প্রশাসক
তিতাসে আসামী ধরতে গিয়ে অবরুদ্ধ পুলিশ যৌথবাহিনীর সহযোগিতায় ২ঘন্টা পর উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হঠাৎ বন্ধ কুমিল্লা সদর সাব রেজিস্ট্রি অফিসের কার্যক্রম
কুমিল্লায় ৫ অবৈধ ইটভাটা সিলগালা, ৫ লাখ টাকা জরিমানা
ফোরলেনের ভেতরে অনিয়ম করলে কোন দয়ামায়া নাই: জেলা প্রশাসক
বিএনপি’র পতাকায় মুড়িয়ে দাফন হতে চান সাক্কু
ডা. প্রাণগোপালের অবরুদ্ধ মেয়েকে ৮ ঘন্টা পর উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২